বর্ণিলা সূচনা কথা – পর্ব- ছত্রিশ
আজ পয়লা ফাল্গুন। শিমুল-পলাশ-অশোকের শাখায় শাখায় রঙিন ফুলের পসরা সাজিয়ে আর মলিন পাতা ঝরিয়ে আবারও এল ঋতুরাজ বসন্ত। বর্ণিল দিনের সূচনা, সব খানে একটি বর্ণিল বর্ণিল সাজ এমন কি কর্ম-ক্ষেত্রেও কিন্তু বর্ণিলা আজ বর্ণহীন, সতেজহিন, নেই আলোকছট্টা।
বর্ণিলার বর্ণহিন হওয়ার কাছে কর্মক্ষেত্রের ভয়াবহ চাপ সেই ধারাবাহিকতায় গতকালের ম্লান পোষাকে আজও কর্ম-ক্ষেত্রে যেন মহা দারিদ্রতা তাকে ভর করে বসেছে। কর্ম চাপ তাকে মলিন করে রেখেছে আজ এই উচ্ছ্বাসের দিনে।
অলকের কাছে ধরা দিল কাজের অতি চাপ বর্ণিলাকেও পরাজিত করতে পারে অথচ ধারাণা ছিল কর্ম পূজারী বর্ণিলা কাজের চাপের কারণে কখনও যে ম্লান হবে না কিন্তু আজ প্রমাণে নিল যে পয়লা ফাল্গুন এবার তার জন্য নয়। নিজেকে পরাজিত করেছে যে এবার কর্মের চাপে।
সকালের কিচির মিচির উচ্ছ্বাস ধারার, জানান দিয়ে চলার সব বৈশিষ্টকে আজ বর্ণিলা আড়ালে রাখলো, ম্লান করে রাখলো পয়লা ফাল্গুনের প্রথম দিন এই বছরের প্রথম বর্ণিল দিন।
তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২২
আজ পয়লা ফাল্গুনে দিনেও বর্ণিলা অ-বর্ণিল গত কয়েক দিনের ধারাবাহিকতায়; কর্ম-ক্ষেত্রের চাপে দিক ভ্রান্ত। গত দিন পারিবারিক কথোপোকথনে ছিল চরম হতাশা। হেরে যাওয়া একজন।
কর্ম-ক্ষেত্রে পয়লা ফাল্গুনে একটি আয়োজন ছিল কিন্তু বিন্দু-মাত্র প্রভাবিত করতে পারেনি বর্ণিলাকে তার যেন হেরে যাওয়া কর্ম চাপে কিছু ক্ষেত্রে পরিবারের কাছেও । তবে বর্ণিলা আবারও বর্ণিল হয়ে উঠবে তার নিজ শিকড় থেকে। জীবনে এমন ভাবে শুকায়ে যায় আবার ভরে উঠে প্রফুল্লতায়।
তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৩
রেটিং করুনঃ ,