বর্ণিলা সূচনা কথা- পর্ব- চৌত্রিশ।
বর্ণিলা পরিপুরি এখন পূর্ণতার পথে; সুখি মনে প্রিয় সহ-কর্মির কাছে জানালো যে, গতকাল সে এবাদত করেছে আর এখন থেকে নিয়মিত এবাদতে নিবদিত থাকবে। অলকও জানে জীবনের সাফল্যতার পিছনে কাজ করে এবাদতে একাগ্রতা। যদি বর্ণিলা নিয়মিত এবাদত মুখি হয় তবে সে একটি পরিবর্তনকে মেনে নিয়ে নতুন পথে যাত্রা শুরু করলো। নিজেকে বদলানো ছাড়া জীবনে সাফল্য আশা করা অনেক কঠিন। জীবনে বড় স্বপ্নের আকাশ আর পরিকল্পনা মত এগিয়ে যাওয়া দৃঢ় প্রত্যয়, কঠোর পরিশ্রম, সকল বাঁধা পেরিয়ে এগিয়ে চলা আর সাফল্য ও ব্যর্থতার মূল্যায়ন বড় কথা নিজেকে এগিয়ে চলা।
সমর্পিতার পথ চলা তার স্বপ্ন বাস্তবায়ন সবই ইদানিং মুগ্ধ করেছে অলককে তাই সে আজকাল সমর্পিতার পথ চলা, দৃঢ় প্রত্যয় কঠোর আবেগ, প্রচলিত জীবনকে বিসর্জন দেওয়ার বিনিময়ে সাফল্যের ধারাকে আলোকিত করা এই সব দেখে অলক মুগ্ধ এবং বর্ণিলার মত ও সমর্পিতার মত অলকও সাফল্যের মুখ দেখতে চায়।
কিন্তু অলক আজও জানে না যে দিনে দিনে কেন সে ব্যর্থতার পথে এগিয়ে যাচ্ছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ তার বিরুদ্ধে নিজেও এগিয়ে যেতে পারছে না কাউকে সে সহযোগিতা করে না কারো উপকারে আসে না তবে মানুষের সাথে পরিবারের সদস্যদের সাথে বন্ধু মহলের সাথে তার ভালো যোগাযোগ থাকলে সেও সাফল্য বয়ে আনতে পারতো !
তারিখ: ডিসেম্বর ২৮, ২০২১
রেটিং করুনঃ ,