বর্ণিলা সূচনা কথা- পর্ব-৪০
খুব সাবলিল ধারায় বর্ণিলার নতুন জীবন দুইটা বছর অতিক্রম করে ফেলেছে, সাধারণত পরের দিনটা সাজ সজ্জায় একটা জানান দেয় যেমনটা দিয়েছিল প্রথম বছরে এবারও দিয়েছে তবে নতুন এবং সাদামাঠা কিন্তু এই বছরেও আছে আনন্দের ছায়া, প্রফুল্লতার প্রবাহ। দিনটি স্মরণীয় করে রেখেছে সোসাল মিডিয়ায় যেখান থেকে বুঝা যায় বড় একটি গুরুত্ব পূর্ণ দিন কাটিয়েছে নিজেদের মত করে যেখানে সংযুক্ত নিজেদের মধ্যে ভালোবাসার প্রতিক।
আজ কর্ম স্থলে সেই চিরচেনা হাসি রাশিতে, কিছুটা মাধুরীহীন তবে প্রছন্ন হাসি ধারা বিদ্যামান। জীবনের সব সময় একই ধারায় চলার কথা নয় তবুও বর্ণিল দিনটিকে রেখেছে রঙিন প্রফুল্লধারায় । মানুষের প্রয়োজন উৎসবকে উৎসবের মত পালন করা তাই সে করেছে।
পরিকল্পিত জীবনে চলার একটি প্রতীক আজ বর্ণিলা সেখানে শান্তি নেমে আসে প্রবল ধারায়; কাটুক এইভাবে দিনগুলি সামনে আছে যত।
তারিখঃ জুলাই ২৪, ২০২২
তৃতীয় বছরে স্বাভাবিক সাজ সজ্জায় বিশেষ দিনটা আজ স্বাভাবিকের তালিকায় বিশেষ কোন বৈশিষ্ট নেই। লাবণ্যেও কিছুটা ঘাটতি, উচ্ছ্বাসেও।
বিষয়টা রাতে পারিবারিক, শুভ ভাবে পালিত হোক।
তারিখ: জুলাই ২৪, ২০২৩
পরিকল্পনায় কিছুটা ব্যাঘাত ছিল দেশ জুড়ে হঠাত কারফিউ ১৯ জুলাই থেকে ২৪ তারিখ সকাল পর্যন্ত মা বাড়িতে ছিল। কর্মস্থলে এসেছে সেই সাদামাটা পোষাকে একটি বিশেষ দিনের সূচনাতে কোন ভিন্নতা ছিল না। খুব সাধামাটা ভাবে দিনটি কাটিয়েছে – কোথায় আছে প্রিয় মানুষটি জানার বাইরে, হয়তো রাতে কোন বিশেষ আয়োজন থাকতেও পারে। জানা গেল না কেন হাফ থেকে দূরে থাকা।
বিশেষ ভাবে জুলাই ২৪ এর স্মরণীয় দিনটিতে যে কোন আয়োজন ছিল না তা স্পষ্ট করে দিয়েছে জুলাই ২৫ এর সকালে হয়তো রাত কাটানো হয় নি হাফের সাথে। খুব সাদামাটা পোশাকে কর্ম-স্থলে শারিরীক আচরণে বা কথায় নেই কোন বিশেষ উচ্ছাস। সব দিনের মত আজকের দিনটিতেও তবে কোথাও কোন হতাশার ছাপ নেই। একজন সাধারণ জীবনের বাসিন্দা।
তারিখ: জুলাই ২৪, ২০২৪
রেটিং করুনঃ ,