বর্ণিলা সূচনা কথা – পর্ব- চব্বিশ
ইতিবাচক দিকগুলির দিকে অলকের এখন দৃষ্টি বারবার ফিরে যাচ্ছে বিগত বছরে যথেষ্ট প্রাণ-বন্ত ছিল অলক কিন্তু কি হলো তার এক বছরের মধ্যে যেখানে কোন কিছুতেই সে সন্তষ্ট নয়; পৃথিবী পৃষ্ঠে অলক যেন একা।
চলার পথ এখন অনেক কঠিন এটি সবার জন্যে কিন্তু অলক অনেক বেশি হতাশ কেন আর সে কেন কর্ম থেকে, চাঞ্চল্য থেকে দূরে থাকতে চায় ! এখানে কোন সমাধান নেই তারপরও কেন সে সকলের থেকে ব্যতিক্রম!
অনেক সময় গড়িয়ে মনে হলো কার আজ বর্ণিলার অনুস্থপতি অথচ প্রথম সকালে সে জানান পায় বর্ণিলার কন্ঠ-স্বর; হয় তো অসুস্থ্য কিন্তু অলককে বিচলিত করে নি। মনে কোন দাগ কাটে নি। কোন কিছুর অভাবও অনুভূত হয় নি।
অলকের কি প্রাণ-বন্ত হওয়ার কোন পথ খোলা আছে ! হয়তো তো আছে বর্ণিলাকে ভাবার মধ্য দিয়ে আলোকিত জীবনের পথ বের করে নিবে এটি অলকের বিশ্বাস।
তারিখঃ জুন ২০, ২০২২
বর্ণিলার হঠাৎ করে অনুপস্থিতি বিষয়টা কখনো কখনো অলককে ভাবায় যদি প্রকৃতির ছুটি ধারায় বাঁধা পড়ে ! যেটি স্বাভাবিক যখন তখন সূচনা হতে পারে, জীবনকে যে গড়ার লক্ষ্য সেখানে একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা থাকার কথা যেটি সমাজে প্রচলিত একটি নিরাপদ সাচ্ছত্বা গড়ে তুলা।
কর্ম যেখানে ব্রত তাই বার অসুস্থ্যতার ধারা দীর্ঘ হলো না, ঠিকই একদিনের মাথায় কর্ম-স্থলে এসে জমে থাকা জটিল কাজের জটলা সরাতে থাকলো।
বেশ রাত হলো কাজ শেষ করতে, নিরাপদে বাসায় ফিরার ইচ্ছা জানালো আর অলকের হাতে সুযোগ থাকাতে বর্ণিলার আশাটুকু পূরণ করলো।
তারিখঃ জুন ২১, ২০২১
রেটিং করুনঃ ,