বর্ণিলা সূচনা কথা – পর্ব- একুশ
বর্ণিলাকে এখন আর তেমন আগ্রহ জাগায় না অলকের মনে, সারাক্ষণ আর ঘুরপাক খায় না অলকের মাথায়, খুঁজাখুঁজির চেষ্টাও চলে না প্রকাশ্যের বা মনের অজান্তে।
যে বর্ণিলা একদিন, প্রতি সময় অলকের মনে শক্তি যোগান দিত আজ তা একেবারে নিষ্প্রাণ, এর বড় একটি কারণ অলককে বিষন্নতা পুরোপুরি গ্রাস করে ফেলেছে। যদি কখনো অলক বিষন্নতা থেকে বেড়িয়ে আসতে পারে, জীবনকে আলোকিত দেখতে পারে তবেই আবারো বর্ণিলা অলকের মনে আলোকিত হয়ে উঠবে, ভালো ভালো স্মৃতি অলককে এগিয়ে নিয়ে যাবে উন্নত পথে। যেখানে জীবন সার্থক হয়, জীবনের পরিপূর্ণতা পায়।
অলক এখন চেষ্টায় আছে জীবনের বিষন্নতা থেকে বেড়িয়ে আসতে, আলোর পথে পড়ি জমাতে।
তারিখঃ জুন ০১, ২০২১
রেটিং করুনঃ ,