বর্ণিলা সূচনা কথা- পর্ব- উনত্রিশ।
কয়েকদিন আগে বর্ণিলার ভীতরে অনেক চাপ বিদ্যামান ছিল, হঠাৎ করে সেই চাপ, টানটান অবস্থার অবসান হয়েছে। সারা ক্ষণ একটি হাসির আভা ছোঁয়া মুখে লেগে থাকে কখনও সাবলিল ধারায়, মিষ্টি কণ্ঠে। শত ব্যস্তার মাঝে এই সম্পদে এখন সে ভরপুর।
তাই বারবার প্রমাণ হয় দুঃখ, কষ্ট, মনের টানটান আসে আবার কিছু দিন অতিথী হয়ে থেকে চলে যায় তবে সবার বেলায় দীর্ঘ-কালটা এক হয় না। কারও জন্য ক্ষণিকের আবার কারও জন্য দীর্ঘ কালের সারা জীবনের জন্যে।
বর্ণিলার মুখের হাসিটি আজ একটি সাফল্যের প্রতিক কখনও মনে হয় খুব সাধারণ ধারায় অথবা অর্জন যদি অর্জন হয় তবে এই গুণাবলিটি তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে অখবা অর্জনটি যদি কৌলশও তবে একটি খুব সাবলিল ধারায়; জীবনের পথকে খুব সহজ করার। সুখ ধারাকে আরও গভীর করা, জমাট বাঁধানোর পর্যায়ে নিয়ে আসা।
সব মিলিয়ে আধা ঘন্টার যে সময়কাল এখন জীবনের জন্য খুব গুরুত্ব পূর্ণ আর সেখান থেকে ছেঁকে ছেঁকে সেই সময়কে যখন পাঁচ, সাত, এগারো বা কখনো তিন মিনিটের মল্ল যুদ্ধের জয় পরাজয়ের অনির্ধারিত সমাপ্তি রেখা বরাবার আসে এটা একটি জীবনের সাফল্য, সংসার নিয়ম। জীবনে এই সমাপ্তিটা খুব গুরুত্ব পূর্ণ আর সেই সমুদ্রে এখন বর্ণিলার বসবাস তবে তার জীবনে এখানে কিছু বাঁধা নিয়মে চলতে হয়, সংক্ষিপ্ত জীবন সময়কালের এই পৃথিবীতে। ফুরিয়ে যাওয়ার অনুভূতিটা সকলে অনুধাবন করতে পারে না; বা হয়ও না।
আকাশের জন্য বর্ণিলার অনেক অমূল উপহার সামগ্রী যার আদান প্রদান কেবল মাত্র তাদের মধ্যে সীমাবদ্ধ। নিদৃষ্ট যাতায়ত পথে বলিষ্ঠ নরম ভূমির খেলা কখনো ঢিলেঢালা কখনও কঠোরতার সমাহার এইসবের মধ্যে কখনও ভূ-কস্পনের অনুভূতি, জল্লোচ্ছ্বাস কিম্বা অগ্নি-উৎপাতের অনুভূতি এইসব মিলে আকাশের জন্য বর্ণিলার জীবন সূচি কিন্তু প্রকাশ্যে আসে না কিছুই বা আসার কথাও নয়।
নানান অনুভূতির এই সময়কালে বর্ণিলা কখনও খুব শক্ত, একাগ্রচিত্তের প্রত্যয়ি। কর্ম-ক্ষেত্রের যে পরিমন্ডল সখানে তার একাগ্রচিত্ত, সহিঞ্চতা সথ্যই অবাক করার মত, সবকিছু যেন ছক করে বাঁধা অথবা ছক করে নিতে পারে নিমিষে। জীবনটাকে এমন এক ছকে বেঁধে ফেলেছে যে সকল কিছু মানিয়ে নিয়ে চলাটা এখন বর্ণিলার স্বাভাবিক নিয়ম।
কয়েকদিন আগে ঘরে ফেরার পথে অলকও সাথে ছিল কথা প্রসঙ্গে বর্ণিলা জানান দিল এম বি বিষয়ে সে লেখা পড়া চালিয়ে যেতে আগ্রহী ও পরিকল্পনা করে ফেলেছে, অলক এখানে বেশ বুঝতে পারলো কতটা সে পিছিয়ে পড়ে আছে, নানান বিষয়ে অলক পড়া লেখা করতে পারে কিন্তু তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে পড়া লেখা চালিয়ে সার্টিফিকেট অর্জন করা করা সম্ভব নয় কিন্তু অলকের মনে অনেক আশার সনঞ্চার জন্মালো, প্রতাষ্ঠানিক না হোক ঘরে বসে শখের লেখা পড়া করে নিজেকে কিছুটা হলেও উঁচু সারিতে নিয়ে যেতে পারবে।
তারিখঃ নভেম্বর ১০, ২০২১
রেটিং করুনঃ ,