বর্ণিলা সূচনা কথা – পয়ত্রিশ।
সকালের সাজ সজ্জা জানান দিচ্ছে আজ বর্ণিলার জন্মদিন; দামি সাজ সজ্জা হাই হিল জুতা যেমনটি গত বছরে লক্ষ্য করা যায় নি অথচ গত বছরটা জীবনের নতুন প্রথম ধাপে আরো জাকজমক হওয়ার কথা ছিল।
ইদানিং সাজ সজ্জার মাত্রা এখন আরো বেড়েছে বরং কমার চেয়ে যেটি প্রায় সকল মেয়ের মধ্যে দেখা দেয় বিবাহ উত্তর সাজ সজ্জা; বাড়তি বা বাহাড়ি সাজ সজ্জায় নিজেকে এবার রাঙিয়েও তুলেছে।
বিবাহ কালের সময় যত বাড়ে সম্পর্কের কন্ধন তত দৃঢ় হয় ছোট খাটো কতকগুলি ক্রুটি থেকে বেড়িয়ে আসা যায় চিন্তা অনুভূতিতে পরিপূর্ণতা আসে, বাস্তব খুব কাছাকাছি থাকে।
অবশেষে জানান দিলো আজ বর্ণিলার জন্মদিনটা আগামীর মত করে উৎযাপন করতে চায়, পূর্ণ হোক জীবনের সকল চাওয়া। প্রবাহিত হোক সুখ আনন্দের ছোঁয়া সকল জীবনময়।
তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২২
অলকের ধারণা ছিল বর্ণিলার জন্মদিনে ২৭ বছরে পা রাখার দিনে গত বছরের মত বর্ণিল সাজে সজ্জিত হয়ে কর্ম-ক্ষেত্রে আসবে গত বছরের মত কিন্তু কর্ম-ক্ষেত্রের ভয়াবহ চাপে মনের উচ্ছ্বাসকে পরাজিত করে সব কিছুকে অ-বর্ণিল করে তুলেছে, জীবন আজ ম্লান, থমকে দাঁড়ানো। কাজের চিন্তায় মুখো-মন্ডল শুকিয়ে যাওয়া।
ম্লান ভাব কেটে যাবে আবার জীবন হয়ে উঠবে উচ্ছ্বাসময় আলোকিত; আগামীর জন্মদিন বর্ণিলা হবে বর্ণিল নানান ধারায় আলোকিত, বর্ণিল সাজে সজ্জায় একজন সেই বর্ণিলা
তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৩
আজই ভ্রমন থেকে সরাসরি কর্ম-ক্ষেত্রে কোন প্রভাব থাকার কথা নয় তবে আগামীকালটায় কিছুটা ধারা থাকতেও পারে – ইদানিং বেশ প্রফুল্ল, চিন্তাহিন। বয়স যেন দিনে দিনে কমে চলেছে তবে লাবণ্যে বেশ ভাটা। বিশ্ময় সৃষ্টি করে না ইদানিং।
তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৫
রেটিং করুনঃ ,