বর্ণিলার ছোঁয়ায় অলকের এখন আলোকিত দিন যত সকল আঁধারকে কাটিয়ে যেমন মেঘ সূর্যকে ক্ষণিক সময়ের জন্য আড়াল করে রাখে আর যত দূর দৃষ্টি যাওয়া পৃথিবীকে আঁধারময় মনে হয় অলক এতোদিন আঁধারময় পৃথিবীর বাসিন্দা ছিল। অলক এখন সারা পৃথিবীর নিয়ন্ত্রন নিজ হাতে নিতে চাই, নিজের ইচ্ছা মত পৃথিবীকে নিয়ন্ত্রণ করা। মূহুর্তেই সমুদ্রকে মরু-ভূমি, মরুভূমিকে বিশাল অরণ্য, ঝর্ণা ধারকে স্থির দীঘি। পর্বত শ্রেনীকে সমতল ভূমি বা নদী। নিজের নিয়ন্ত্রণ করা এই পৃথিবীকে সে বর্ণিলা উপহার দিতে চায় যেখানে বর্ণিলা হবে ইচ্ছার মহা রানী, যেখানে মূহুর্তে হয়ে যেতে পারে পাথরের খন্ড হীরক খন্ড বা মূল্যবান পাথরের বাজার, ফুলের বাগিচা, ঝর্ণা-ধারা, প্রিয় পাখি ও প্রজাপতির আনাগোনা।
একদিকে সারা পৃথিবী ও বর্ণিলা এখন অলকের কাছে সমান সমান তবে পৃথিবীর প্রতি অলকের নিয়ন্ত্রণ থাকলেও বর্ণিলাকে দিতে চাই পূর্ণ স্বাধীনতা, যে পৃথিবীর সে একমাত্র মহারানী যার দখলে ইচ্ছা পৃথিবী তার ইচ্ছা পূর্ণ করবে।
বর্ণিলাকে নিজের ইচ্ছার মত করে গড়ে তোলা তবে যে সৌন্দর্য বর্ণে বর্ণিলা গড়া সেখানে সে হাত দিতে চায় না, সেখানে বর্ণিলা একজন মাত্রই বর্ণিলা যদি একদিন নিষ্ঠুরতা এসে ভর করে সেইদিন যদি প্রয়োজন হয় বর্ণিলাকে খন্ড খন্ড করে ভেঙ্গে ফেলবে অলক চায় বর্ণিলা তার গড়া তাকে ভেঙ্গে ফেলার দায়িত্বও অলকের আর যে কোন অঘটনে সে তা করবেই।
একজন বর্ণিলা বা একজন নারী অলকের কাছে এতো প্রিয় এতো ক্ষমতাধর হতে পারে ফেলে আসা দিনগুলিতে অলকের কখনই এমন করে দেখা বা ভাবা হয় নাই। অলকের কাছে কল্পনাটাই বড় কথা, কল্পনার পথ ধরে এগিয়ে চলা, প্রবল মনোবলে এই এগিয়ে চলা যদি বিরামহীন হয় একজন ক্লান্তিহীন পথিকের মত তবে সেখানে সাফল্য তো আছেই, একটি বড় প্রাপ্তি।
প্রতি দিনের টুকটাক কথা বলা ছোট খাটো দুই একটা উপদেশ মূলক কথা বলা অলকের কাছে এটাই বর্ণিলা কথা সূচনার পর্ব। পর্বের পর পর্ব অধ্যায়ের পর অধ্যায় এ সবই যেন বিরামহীন পথ চলা এই পথ চলার মধ্য দিয়ে বর্ণিলা বর্ণিল হয়ে উঠবে অলকের আকাশে যেন বর্ণিলাই দিয়েছে অলকের প্রাণ। ভাবনার বিশাল ভূবন, শান্তির পরশ।বর্ণিল আলো, চিরদিনের আলো।যেখানে পুরাতন কাজ করে না, ক্লান্তি কাজ করে না চির নবীনে চির সজিবতায় একাকার। বর্ণিলার ভাবনা থেকে অলক মুক্ত হতে চায় না, বর্ণিলার মাঝে যেন হয় অলকের সারা জীবনের কারাবাস, রাজ-কয়েদীর মত, মুক্তির পথে যে আলোর টুকরা দেখা যায় অলকের কাছে সেটাই বর্ণিলা।
তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২০(ন)
রেটিং করুনঃ ,