বর্ণিলা আজ অফিসে এসেছে তবে সাজ সজ্জায় বিয়ের কোন চিহ্ন রাখে নি, খুব স্বাভাবিক ভাবে, হয় তো চায় নি দুই ভুবনের মধ্যে একটি পরিবর্তন গড়তে। অন্য কোন রূপ লাবন্য দেখা গেল না। তার মধ্যে যে নতুন একটি পরিবর্তন হয়েছে সেটির জানান দিল না। সব কিছুই আগের মত।
অলক সৌজন্য কথা বলল যেটুকু না বললে নয়। এক ফাকে অলক দেখলো বর্ণিলার হাতে মেহেদীর নক্সা তবে সেটি খুব নজর কাড়ার মত নয়। বর্ণিলার এই সাদামাটা রূপটা দেখতে ভালোই লাগলো কিন্তু অলকে ধারণা ছিল বর্ণিলার অনেক পরিবর্তন হবে সবদিক দিয়ে।
বর্ণিলাকে মনে হলো খুব স্থির স্বভাবের সব কিছুকে সহজে মানিয়ে নেওয়ার মত একজন। জীবনের কোন লক্ষ্যই তার ভুল নিশানায় যায় না। তার বরের জীবনে সে এটি বড় সম্পদ, আলোকিত করেছে তার বরের ঘর, এমন মেয়ে কয়জন বরের জীবনে আসে সেটাই অলকের একটা ভাবনার বিষয়। এখানে পৃথিবী খুব সুন্দর ও শান্তির যা খুবই দূলর্ভ।
তারিখঃ জুলাই ২৮, ২০২০
রেটিং করুনঃ ,