বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শুক্রবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।
বন্যায় কুমিল্লায় ৪জন, কক্সবাজারে ৩জন, চট্টগ্রামে ২জন, ফেনীতে একজন, নোয়াখালীতে একজন, লক্ষ্মীপুরে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন মানুষ মারা গেছেন।
মো. কামরুল হাসান বলেন, দেশে ১১টি জেলা বন্যাকবলিত। জেলাগুলো হলো—ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের বিষয়ে তিনি আরও বলেন, জেলাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। আর ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী।
বন্যাকবলিত ১২ জেলায় ১৮০০ মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। এতে যোগাযোগ ব্যাহত হয়ে পড়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্যাকবলিত ১২ জেলার ১ হাজার ৮০৭টি মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। টাওয়ারের মধ্যে ১০ হাজার ৪৪৩টি সাইট সচল রয়েছে।
ফেনীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই জেলায় ৯০ শতাংশের বেশি টাওয়ার অচল। এই এলাকার ৬৫৬টি টাওয়ারের মধ্যে ৫৯০টিই অচল হয়ে গেছে।
সূত্র:মানবজমিন।
তারিখ: আগষ্ট ২৩, ২০২৪
রেটিং করুনঃ ,