যত কথা লিখি, শুধু একটি কথা-
ভালো থেকো, ভালো থেকো,
সুখে থেকো, শান্তিতে থেকো
আরামে থেকো, আয়াশে থেকো
যত্নে থেকো, আদরে থেকো,
রাজ রানী হয়ে থেকো,সোহাগে থেকো,
নিবিড় ঘন সময়ে থেকো,
বাগানে থেকো, প্রাসাদে থেকো।
দুঃখ-বিহীন থেকো,
বেদনা, যাতনা, যন্ত্রনা, জ্বালা
কিম্বা দহন-বিহীন থেকো ।
শুধু সুখে থেকো
ত্যাগ-হীন থেকো,
প্রাপ্তি যেন মিলে আগে
যা বিলিয়েছিলে, যা দিয়েছিলে-
সব যেন প্রাপ্তই হয়।
কলংকহীন হয়ে থেকো
পরিশুদ্ধ তুমি-
কিছু কলংক যদিও থাকে
সবই তো আমারই জানা।
কিছুটা প্রতিশ্রতি, কিছুটা কথা দেওয়া,
কিছুটা অধিকার কেড়ে নেওয়া
আছে সব জানা,
প্রকাশে মানা।
সবে আজ লুকানো সীমানায়-
নিঃশর্ত আর দিব্যি সত্য ক্ষমায়।
সুখে থেকো অহংকারিনী
বড় সুখে থেকো –
দম্ভ, অহংকার রেখে দিও,
রেখে দিও যত্ন করে,
দু নয়নে দিও অশ্রু ভরে-
তোমার স্মৃতিতে দুঃখ্ প্রদ্বীপ
আজও যাই জ্বেলে-
যাতনার গভীরে একখানি দ্বীপ
মিলেছে ঠাঁই, সেখানে সব গুলি সুখ মেলে।
বড় সুখে থেকো,
বড় সুখে থেকো-
চির বাসনার অহংকারিনী-
কত দিন যে আগের মত,
শ্রাবণ ধারায় অবিরত-
তোমাকে আর ভালোবাসি নি,
তুমি যে আমার সেই চির অহংকারিনী-
যত খানি ভালোবেসেছি-
আজ ঠিক তত খানি ঋণী।
দূর-বাসিনী–, নূতন সাথীকে নিয়ে
সুখ সাগরে সুখ তরী ভাসিয়ে-
বড় সুখে থেকো-
বড় সুখে থেকো।
রেটিং করুনঃ ,
তুমি যে আমার সেই চির অহংকারিনী-
যত খানি ভালোবেসেছি-
আজ ঠিক তত খানি ঋণী।
খুব ভালো লাগল।
মন্তব্যে সাহস পেলাম সেই সাথে মন্তব্য পেয়ে মুগ্ধ।
// কিছুটা প্রতিশ্রতি, কিছুটা কথা দেওয়া,
কিছুটা অধিকার কেড়ে নেওয়া \
অসাধারণ লাগলো লাইনগুলি। কবিকে ধন্যবাদ।
মন্তব্যে লেখার শক্তি পাই
খুব ভালো লাগল।
মন্তব্যে মুগ্ধ।
“শুধু সুখে থেকো
ত্যাগ-হীন থেকো,
প্রাপ্তি যেন মিলে আগে
যা বিলিয়েছিলে, যা দিয়েছিলে-
সব যেন প্রাপ্তই হয়।”
বাহ্! দারুণ শুভার্থী কথামালার কাব্য। খুব সুন্দর কাব্য লিখেছেন রব্বানী ভাই। বেশ ভালো লাগলো পড়ে। এখন থেকে আপনার আরো কবিতা চাই। :-)