বারবার আসে বাসনা যদি হতে পারি তোমার মত
উদারতায়, শুদ্ধ চিত্তে, কোমলতায় জড়ানো যত,
উচ্ছ্বাসে মাধুরী ধারায় উন্নত চিন্তার সকল উর্ধ্বে
বিলায়ে যাও যত সৌন্দর্য ধারা সু-উচ্চে থেকে।
কি সম্ভারে গড়া তুমি! শত শত গুণের সৌন্দর্য ভারে
বিচলিত করো, করো আনমনা নিজেকে হারাই বারেবারে।
করুণ চোখ জোড়া আমার, বড় অসহায় মন
কি দেখেছিল! কি অনুভূতি পেয়েছিল সারা ক্ষণ!
কিছু নাই জানা, শুধু জানা বিশাল অসীমে অনন্ত ধারার
একজন তুমি বড় বিশ্ময়ে ভরা অসীমে গ্রহ নক্ষত্র তারার!
কবে হবো তোমার মত খানিক ক্ষুদ্র, অতি কিঞ্চিত আমি!
তোমার মত হয়ে সত্য হোক উদার হোক আমার আগামী।।
তারিখঃ নভেম্বর ১৫, ২০১৯ (শ)
সপ্তম ভ্রমণে।
রেটিং করুনঃ ,