দিল্লিকা লাড্ডু কথাটি বলতে বিবাহ প্রসংঙ্গ আছে। খুব সহজ ব্যাখ্যায় ” “কিন্তু দিল্লিকা লাড্ডু শুন্তে পাই যো খায়া উয়োবি পস্তায়া-আর যো নেই খায়া উয়োবি পস্তায়া।” – দ্বিজেন্দ্রলাল রায়।
লিখা লেখির জগতে আসা নতুন কবি, লেখকগন একটি বই প্রকাশ না করা পর্যন্ত উয়োবি পস্তায়া, আর বই প্রকাশ করার পরেও উয়োবি পস্তায়া।
বই প্রকাশ করে যারা পস্তায় তারা এক সময় লেখা-লেখি ছেড়ে দেয়। সামাজিক মানুষ হলে তাকে দিল্লিকা লাড্ডু খেতেই হয়, লেখক হতে হলে তাকে বই প্রকাশ করতেই হয়।।
নিজের ভাবনা থেকে, মেধার বিকাশ ঘটিয়ে অনেক পরিশ্রম ও অধ্যাবসায়ের পরিচয় দিয়ে একটি বই প্রকাশ নিশ্চয় একটি সাহসী ও সাফল্যের পথে পা বাড়ানোর একটি ধাপ। ক্রমাগত ভাবে যারা এই ধাপ অতিক্রম করতে থাকবান তারাই উন্নত পথের যাত্রী, আলো বিলিয়ে যাওয়ার যাত্রী, সাফল্য সব সময় তাদের ঘরে।।
তারিখ: জানুয়ারী ১৭, ২০১৮
রেটিং করুনঃ ,