আমার মনে একটি ধারণ থাকতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর হোক কিম্বা বড় মানের লেখক হোক, তাঁরা সারা জীবন শুধু লিখেই গেছেন যা আমরা তাঁদের লেখাগুলি পড়ি, তাঁরা অন্য কবি বা লেখকের লেখা কতখানি পড়েছেন বা পড়েন নি তা আমার জানা নেই, কিন্তু যদি আমার মনে হয় তাঁরা নিজের লেখার চেয়ে বেশি বেশি অন্যের লেখা পড়েছেন বুঝার চেষ্টা করেছেন আমার বিশ্বাস আমার ধারণাটি ভুল নয়।
যে কোন বিষয়ে পড়ার ইচ্ছা থাকলে পড়া যায় বিশেষ করে প্রযুক্তিগত সুবিধা লাভ করে অনেকেই পড়তে পারেন তবে সবাই যে কোন বিষয়ে বা কোন নিদৃষ্ট বিষয়ে মান সন্মত লেখা লিখতে পারেন না। প্রায় সাত শত কোটি জন সংখ্যার এই বর্তমান বিশ্বে শিশুদের বাদ দিয়ে প্রায় চার শত কোটি ভালো পাঠক আছেন তাই বলে বর্তমান বিশ্বে চার শত কোটি ভালো কবি বা লেখক আছেন এটা বলা যায় না, একটি হিসাব দাঁড় করারনোর জন্য বলা যেতে পারে বর্তমান বিশ্বে চল্লিশ কোটি কবি বা লেখক আছেন অর্থাৎ ভালো পাঠকের তুলনায় ১০ শতাংশ।
বিশ্বের নানান ভাষার বদলে আমরা যদি শুধু বাংলা ভাষার কথা বলি তবে ধরা যায় বা একটি হিসাব দাঁড় করানোর জন্য বলা যেতে পারে বর্তমানে বাংলা ভাষায় এক কোটি কবি বা লেখক তো আছেনই, তবে এই তথ্যে বিতর্ক উঠা স্বাভাবিক আর যারা বাংলা ভাষায় বর্তমানের প্রতিষ্ঠিত কবি লেখক তাঁদের বলাটা স্বাভাবিক যে বাংলা ভাষায় বড় জোড় হাতে গোনা মান সন্মত বা প্রতিষ্টিত কবি লেখকের সংখ্যা মাত্র একশত জন !!
তবে আমার মত যারা নিজেকে কবি লেখকের দাবি করেন অর্থাৎ প্রায় ৯৯,৯৯,৯০০ জন On Line বা Inter Net ভিক্তিক লেখক, বইয়ের পাতার কবি লেখক হতে আমাদের প্রয়োজন Net থেকে কিছুটা সময় বের করে বইয়ের মজুত গড়ে বইয়ের সন্মান দেওয়া।
নিজের অভিজ্ঞতায় মনে হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অথবা কাজী নজরুল অনেক অনেক বই পড়তেন রবীন্দ্রনাথ যেমন ইংলিশে পারদর্শী ছিলেন তেমনি কাজী নজরুল ছিলেন ফার্সীতে ।
On Line বা Inter Net ভিক্তিক লেখক হয়ে আমাদের অনেকের পরিমন্ডল On Line বা Inter Net ভিক্তিক লেখার মধ্যেই, আমরা On Line বা Inter Net এ লিখে যাচ্ছি ক্রমাগত কিন্তু এই পরিমন্ডলের অন্য কবি বা লেখকের লেখা পড়ছি কত খানি ! নাকি নিজের লেখা নিয়ে নিজেই বড় আত্ম বিশ্বাসী !
প্রযুক্তির কল্যানে আজ আমরা বাংলা ভাষার পরিধী অনেক বেশি করে বিস্তৃত করতে পেরেছি, তবে এখানে আছে আমাদের পরিশ্রম, একনিষ্ঠা একাগ্রতা, শুদ্ধ বাংলা চর্চার মানসিকতা। আজ একটি সাফল্য খুব দৃশ্যমান যে, বর্তমানের নূতন প্রজন্ম মাতৃ ভাষার চেতনায় উদ্দীপিত হয়ে অন লাইন ভিক্তিক লেখার জায়গাগুলিতে দ্রুত বাংলা ভাষায় লিখছেন, নিজের মধ্যে ধারণ করা চিন্তা-চেতনা, অনুভূতি প্রকাশ করে দেশের সীমানা অতিক্রম করে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন নিত্যই, একই বন্ধনে বেঁধে রেখেছেন সারা বিশ্বের বাংলা ভাষা ভাষীদের একই বৃত্তে, একই বন্ধনে। এই ক্ষেত্রে আমরা বড় অবদান রেখে চলেছি মূল ধারার লেখার সাথে নিজেকে যুক্ত করতে আর নিজের লেখার দক্ষতা বাঁড়াতে প্রয়োজন On Line বা Inter Net ভিক্তিক হোক আর বইয়ের লেখা বেশি বেশি করে পড়া।
তারিখ : মার্চ ২২, ২০১৮
রেটিং করুনঃ ,