ছেলেটা ( আষাঢ় ) ও মেয়েটা ( শ্রাবণী ) প্রায় বিকালে ক্লাশ শেষে ধানমন্ডি লেকের পাড়ে নানান বিষয়ে গল্প করে।
হঠাৎ গাছ থেকে একটি পাখি উড়ে যেতে দেখে শ্রাবণী বলল আচ্ছা বলো তো গাছ থেকে পাখিটা উড়ে গেল কেন !
– আষাঢ় বলল, ওর একটা সংগির দরকার তাই আকাশে উড়ে গেল।
– শ্রাবণী বলল, না: ও খাদ্যের সন্ধানে আকাশে উড়ে গেল ।
– আষাঢ় গম্ভীর হয়ে বলল, তোমার তো দেখি নানান খাওয়া দাওয়ার দিকে তোমার খুব বেশি ঝোঁক, আমাদের বিয়ের পরে তোমার জন্য কয়েকটা চাইনিজ রেষ্টুরেন্ট রিজার্ভ করে রাখতে হবে।
– শ্রাবণী খুব গম্ভীর হয়ে বলল, তোমার তো দেখি নানান সংগির দিকে তোমার খুব বেশি ঝোঁক, আমাদের বিয়ের পরে আমার জন্য কয়েকটা ছেলে বন্ধু রিজার্ভ করে রাখতে হবে।
ওদের ঐ সব কথোপকথন শুনে একজন পথচারী বলল, কেন ফেসবুক রিজার্ভ রাখতে হবে না !!
( আজ ওমর খৈয়াম বেঁচে থাকলে তিনি কিছু খাদ্য, একজন সংগি ও ফেসবুক নিয়ে নরক যন্ত্রনায় থেকেও অনেক সুখে আমিরদের আমির হয়ে থাকতেন )
তারিখঃ সেপ্টম্বর ০২, ২০১৪
রেটিং করুনঃ ,