তুমি, তেমার কিশোরী বয়স
তোমার সৌন্দর্য্য নিয়ে
তুমি বেঁচে আছো,
আমার স্মৃতি পটে।
ঠিক অবিকল,
যে দিন গুলিতে আমাদের
দেখা হত।
তোমার চঞ্চলতা, গাম্ভীরতার ছবি
সবই অবিকল আছে,
আমার স্মৃতি পটে।
আমার অনুভুতিতে।
আমি, আমার সৌন্দর্য্য হারিয়েছি।
আরও হারাচ্ছি, ক্রমাগত।
এটাই নিয়ম।
আমার পরিবর্তন, আমার অনুভব।
পর্যবেক্ষণে আছে সবই।
কিন্তু এখন ভাবি ভিন্ন কথা, আর যেন কখনো দেখা না হয়।
অথচ একদিন এক বিন্দু দেখা না পাওয়ার আড়ালে-
কত বকেছি দিনের সূর্যটাকে,
ভালোবাসার পৃথিবীটেকে, সুখকর সময়টিকে।
বেশ তো, অ-দেখায় কেটে যাক
জীবনের বাকিটা সময়।
তুমি থাকো ঠিক অবিকল-
আমার সেই পুরাতন দিনের দেখার মত-
ঠিক আমাদের কৌশোর বয়সের
ফেলে আসা দিনগুলির মত।
তুমি এখনো সেই শৈশবের কিশোরী,
ছুটে বেড়াচ্ছে এখানে সেখানে সব খানে,
ছুটে বেড়াচ্ছে আজও অন্তরে মনে।।
রেটিং করুনঃ ,