যে ফুল ফুটে গন্ধ বিলায়, শোভা ছড়ায়
নিঃশেষে কাকে সে ভালোবাসে !!
ভ্রমর পতঙ্গ বা মানবের ছোঁয়ায়
সবই তো সে বিলায়।
একি ফুলের ভালোবাসা ! মহাপ্রেম !! নাকি উদারতা !!!
যদি বলি স্বার্থপরতা !
সৌন্দর্যের প্রয়োজন,
যদি না আসতো জগতে –
কিম্বা ফুলের সুগন্ধি,
ফুলের তখন কী মূল্য ছিল।।
সৌন্দর্য্য আবেগে মাখামাখি হয়ে
কখনও বাগানে এমনও ফুল ফুটে
কেউ দেখে, কেউ বা না দেখায়
ফুলকে না চিনে-
ফুলের মাঝে নিজেকে বিলায়।।
এমনও ফুল আছে, যে-
আপন প্রয়োজনে গুটিয়ে থাকে
বিলায় না কখনও সে গন্ধ কিম্বা শোভা
পাথরের চেয়ে সে কঠিন
শুধু ফুল হয়ে বাগানে ফুটে।
এমন ফুলের দেখা
অনেকেই পায়।
সে ফুলের গন্ধ শোভায়
অনেকে সব বিলায়।
সে ফুল কখনও জানে নি,
কত যুগ কাটিয়েছে কেউ
শুধু গুনে গুনে অপেক্ষার প্রহর।।
একটি ফুলের আশায়
কতজন পুড়েছে,
পুড়িয়েছে-
কত স্বপ্ন, ঘর, অন্তর।
ফুল সে ফুটে নিত্য নিজ প্রয়োজনে
বনে, বাগানে কখনও অন্তর মনে।
তারিখ: ডিসেম্বর ০১, ২০১৭
ছবি : নেট থেকে সংগ্রহিত।
রেটিং করুনঃ ,
সে ফুল কখনও জানে নি,
কত যুগ কাটিয়েছে কেউ
শুধু গুনে গুনে অপেক্ষার প্রহর।।
একটি ফুলের আশায়
কতজন পুড়েছে,
পুড়িয়েছে-
কত স্বপ্ন, ঘর, অন্তর।
ফুল সে ফুটে নিত্য নিজ প্রয়োজনে
বনে, বাগানে কখনও অন্তর মনে……..
চমৎকার কিছু চরণ!!!
সত্যিই ভাল লেগেছে!
মাঝে মাঝে এই ধরণের লেখা লিখি, শুধু মাত্র এক ধরণের অনুভূতি প্রকাশের কারণে। কখনও কখনও হঠাত করেই লাইনগুলি এসে যায়।
আপনাদের ভালো লাগে জেনে আর সেই সাথে আমারও এই সব লিখা লিখতে ইচ্ছা করে। অনেক অনেক ধন্যবাদ আপা।
একটি ফুলের আশায়
কতজন পুড়েছে,
পুড়িয়েছে-
কত স্বপ্ন, ঘর, অন্তর।
খুব সত্য কথা তুলে ধরেছেন আর কারও না কারও মনের কথা ফুটিয়ে তুলেছেন।
সুন্দর ও সঠিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ্
“ফুল সে ফুটে নিত্য নিজ প্রয়োজনে
বনে, বাগানে কখনও অন্তর মনে।”
— এইটুকু আমার মনে ঠায় নিতে পারনা।
পৃথীবিতে কোন কিছুই নিজের প্রয়োজনে নয়। একে অন্যের জন্য।
ফুলকে তো আমার প্রকৃতির আশির্বাদ বলেই মনে হয়;
তার গ্রহনযোগ্যতা জীব থেকে জীবে-সৌন্দয্য, রুপ, রস সব কিছুতেই
বেশ লাগল ভাই নতুন বেঞ্জনা, ধন্যবাদ