জীবন মোহনায় ফুরাবার যদি কিছু না থাকে
এই পৃথিবী ‘পরে এই সময়ের বাঁকে বাঁকে
সেই জন তুমি, এ আমার অন্তরের বার্তা
হাজার লিখনে যা আজ কাব্যের শুদ্ধ পাতা।
পাড়ি দেওয়া বহু পথ, নদী পাহাড় অরণ্য
একটি কথার সন্ধানে করেছি তন্ন-তন্ন।
হয়তো সে কথা ছিল অনেক গভীরে হারাবার
হৃদয় মন্থন করে বুঝেছি নও তুমি ফুরাবার।।
ফুরায় না যে অন্তরে থাকে কেবলি তার দখল
অন্তরে দখলটুকু নিয়ে থাকো আমারি উর্ধ্বে সকল।।
তারিখঃ এপ্রিল ৩০, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,