সবই ফুরায় যায়, সবুজ অরণ্য, পাহাড়ে ঝর্ণা ধারা
দিঘির পানি মহাকাশের নক্ষত্র সৌন্দর্য খচিত তারা।
নদী জলাধার, বাগিচা,সৌরভ ছড়ানো ফুল
হৃদয়ের কথা, আকুলতা যা বলিতে ব্যাকুল।
তুলতুল নরম শিশু, খিলখিল মুক্তা ছড়ানো হাসি
পরী নামা ঘরের আলোকিত বউ কথা রাশি রাশি।
লেখার কালি প্রিয় সব লাইন শব্দ যা কবিতাময়
ফুরিয়ে যায় সব এমন কি প্রফুল্লতায় ভরা হৃদয়।
শুধু জানি ফুরাবে না তুমি, দেখার বাসনায় চির সজীবতার রাণী
দেখার বাসনায় অফুরন্ত তুমি, সৌন্দর্য সম্ভারে তোমার দেহ খানি।।
ঢেউ খেলানো কালো চুলে, বিশাল অরণ্য গড়া
স্বর্ণে বর্ণে মাখা দেহে অফুরন্ত রত্ন সম্পদে ভরা,
কালো চোখ, চিকন রেখার ভ্রু চোখের মনির বিদ্যুত গতি
ম্লান হয় মহা জগতের যত আলোক মেলা, রাতের তারার জ্যোতি,
শীল্পির তুলিতে অদ্ভুত সব রেখা শরীরে আঁকা,
ঠোঁটের কোণে বাঁকা হাসির ঝলক লেগে থাকা।
দেখার বাসনায় অফুরন্ত তুমি, সৌন্দর্য সম্ভারে তোমার দেহ খানি।
শুধু জানি ফুরাবে না তুমি, ছোঁয়ার বাসনায় চির বাসনার রাণী।।
তারিখঃ সেপ্টম্বর ১১, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,