অনেক শান্ত হয়েছো বেশ
চাঞ্চলতাটা কোথায় হারিয়ে-
ঠিক যেন মায়ের কোলে ঘুমিয়ে থাকা শিশুটির মত।
অথচ একদিন তোমার চাঞ্চলাতটা প্রাণ কেড়েছিল বেশ,
উদ্দাম এসেছিল মনে, ঝর্ণা ধারার উচ্ছ্বাস চারিদিক।
আজ হঠাৎ করেই তুমি শান্ত একটা দীঘি;
গাছের উঁচু ডালে একটি নিঃসঙ্গ পাখি।
আজ নিজেকে কি করে সব শুকিয়ে শুষ্ক করি!
একটা মরু ভূমি, চৌ-চির ভূমি যেখানে ফেঁটেছে মাটি।
গুটি গুটি কষ্টের ফোঁটায়
শীতের শেষ রাতের মত তীব্র শীতে
ঢেকেছে তোমার মন অন্তর।
হয় তো বা কোন ভুল হিসাব যা-
ফাঁদ বিছানো থাকে খুব কাছাকাছি
যেখানে পড়েছে তোমার নরম পায়ের ছাপ
এটুকুই হয় তো ভুল! অসতর্কতায়।
আমি যে শুকিয়ে শুষ্ক হতে চাই না
একটা মরু ভূমি, চৌ-চির ভূমি যেখানে ফেঁটেছে মাটি।
ফিরিয়ে আনো তোমার চাঞ্চলতা, সেই উচ্ছ্বাস
আমি হাসি রাশি রাশি মুক্তা চাই
তোমার চন্দ্রা মুখে, তোমার চাঞ্চলতায়।
তারিখঃ অক্টোবর ১৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,