08
চিঠি আসলো হাতে, অনেকদিন পরে চিঠির খাম
চিঠি আসার কথা থাকে না।
সমাজ সংসার যাদুর কাঁঠি দিয়ে
ভুলিয়ে রাখে মাথা থেকে,
লোহার সিন্দুকে রেখে দেয় অযতনে
মরিচা পড়ে, রসায়ন শাস্ত্রের গুরুত্ব বাড়ে।
অক্সিজেন, পানি, আদ্রতা এই সবের !
অতীত কথায় তিলা, ফাঙ্গাস পড়লেই বা কি!
কি প্রয়োজন আর এই সবের!
গুরুত্ব বাড়ে না অতীত স্মৃতির
ফেলে আসা দিনের কথা, অনুভূতির।
সমাজ সংসারের যাদুর কাঁঠির শক্তি অনেক বেশি!
হাতে খাম, খামের উপরে হাতের লেখার বদলে টাইপ করা লেখা!
প্রেরকের নাম নেই, ঠিকানা নেই !
গোয়েন্দা চিন্তা মনে-
মনে হলো বেশ রহস্য!
রহস্য আর ঘেরা থাকলো না, খুলে গেল জট।
খাম হলো খোলা, পরিচিত হাতের লেখা তবে
কিছুটা পরিপক্কতা লেখার নক্সায়-
সামান্য কথাই লেখা, নমনীয় ভাষায়, সাথে ভেসে উঠলো এক-
সবুজ জামায়, লাল ওড়নায় দৌড়ে ছুটে যাওয়া একজন!
“-যে গুলির জন্ম হলো অরণ্য বৃক্ষে দুঃখ কষ্ট নামে
লিখে পাঠালাম চিঠিতে, অর্থহীন জেনেও।
নিঃস্বার্থ ভালোবাসা, যা তার ফিরতি মিলে না।
“সেই ভালোবাসা” তার বিনিময়ে কিছু পাওয়ার আশাও করে না।-”
লেখাগুলি বারবার পড়ে থেমে গেলাম,
টুকটাক কিছু লেখার অভ্যাস ছিল বেশ,
তা মনে হয় আজ থেকে হারিয়ে গেল।
জানি তার নাম, জানি ঠিকানা, জানি তার আজ বয়স কত,
জন্মদিনের তারিখও
তবও মুখে একাবারও উচ্চারিত হলো না তার নাম।
সমাজ সংসার –
হেরে গেলাম তোমার কাছে বরংবার।।
তারিখঃ নভেম্বর ১৭, ২০১৮ (স)
ছবি: নেট থেকে সংগ্রিত।
রেটিং করুনঃ ,