সময়ের তালে তালে প্রতিনিয়ত প্রায় সব কিছুর পরিবর্তন হচ্ছে নিজ নিজ ধারায়, বইয়ের পড়ার প্রতি যতটা আকর্ষণ ছিল যেমন গল্প উপন্যাস কবিতা পড়ার ইদানিং তার বেশ পরিবর্তন লক্ষণীয় বিশেষ করে নতুন প্রজন্মের ঝোক এখন Motivational Speech বা প্রেরণা মূলক বক্তব্য শুনার বা এ সংক্রান্ত লেখা পড়ার।
কৌলশগত দিকগুলির উপর ভর করে নিজেকে উন্নত করা, প্রতিযোগিতায় অংশ নিয়ে হয় অন্য একজনকে ডিঙ্গিয়ে উপরে উঠা অথবা নিচে নেমে যাওয়া!
ভালো একজন মানুষ হওয়ার চেয়ে বিশেষ করে আর্থিক ভাবে উন্নত হওয়ার দিকে নতুন প্রজন্মের বড় লক্ষ্য আর এই লক্ষ্যের উপর ভর না করে এগিয়ে যাওয়ার আর কোন রাস্তাও থাকে না, অর্থ অর্জনটাই বড় লক্ষ্য হতে যাচ্ছে সকলের। জ্ঞান নির্ভর ব্যবস্থার চাইতে অর্থ নির্ভর ব্যবস্থার দিকে ঝোঁক বেশি, হয় তো অর্থ খুব দ্রুত সময়ে সব সমস্যার সমাধান করে দেয় যা জ্ঞান নির্ভর ব্যবস্থা দ্রুত সমস্যার সমাধান দিতে পারে না সকল কিছু নিজের আয়ত্বে এনে দিতেও পারে না।
আর্থিক ভাবে বড় সামর্থবানদের আগে একটি পরিকল্পনা ছিল ছোট হোক বড় হোক বা প্রসাদ সম হোক একটি দালান গড়ার লক্ষ্য ছিল কিন্তু এখন অনেক সামর্থবানদের ইচ্ছা একাধিক দালান বা আট্টলিকা গড়ার সব সময়ের ইচ্ছা।
জীবন প্রনালী কঠিন ও প্রতিযোগিতা মূলক হওয়ার কারণে, নিজেকে প্রতিষ্ঠিত করতে বর্তমান ধারায় এগিয়ে যেতে Motivational Speech বা প্রেরণা মূলক বক্তব্যের প্রতি আগ্রহ থাকাটা এখন খুব জরুরী।
তারিখঃ সেপ্টম্বর ১০, ২০১৯
রেটিং করুনঃ ,