গতকাল (সেপ্টম্ববর ০৪, ২০১৩) একটি খবর প্রকাশ হয়েছিল প্রথম আলো অন লাইনে যা সমীক্ষা রিপোর্ট আকারে প্রকাশ করেছিল বিশ্ব বিখ্যাত পত্রিকা – টেলিগ্রাফ। খবরটি শেয়ার করা হল ইন ভাইটেট কমার মধ্যে সংক্ষিপ্ত আকারে।
” নারী-পুরুষ প্রেম করে। কিন্তু প্রেম করে কে বেশি সুখী— নারী না পুরুষ। এ নিয়ে হয়তো বলা কঠিন। তবে নতুন সমীক্ষার ফলাফলে দেখা গেছে, প্রেমে পুরুষের চেয়ে নারীরাই বেশি সুখী। সম্প্রতি ব্রেনেডেন হেল্থ যুক্তরাজ্যের দুই হাজার নারী-পুরুষের ওপর সমীক্ষা চালিয়েছে। ”
এবার নিজের কিছু কথায় আসি – পরিসংখ্যানটি যুক্তরাজ্য ভিত্তিক তবে সমীক্ষার ফলাফলটি যদি আমাদের দেশের পেক্ষাপটা হত তবে আমাদের অনেকের বেশি করে খুশি হওয়ার কথা। আমরা অন্তঃকরণে চেয়েছি প্রেমের ফলাফলে যে নারী, সে যেন সকল সময়ই সুখি হন।
আবার পরিসংখ্যানটি যদি অন্য কোথাও হত বা অন্য কোন পেক্ষাপটে তখন হয়তো দেখা যেত যে প্রেম করে পুরুষরাই বেশি সুখি নারীদের চেয়ে!! এটা আমাদের চাওয়া যে একই পথ চলে একই প্রেমের বন্ধনে আবদ্ধ থেকে নারী- পুরুষ একই ধারায় সুখি হোক।
যদিও প্রেম ও সুখ বিষয় দুইটির গভীরতা বা পরিধী অনেক ব্যপক তবুও পরিসংখ্যানটির কথা ভাবতে গিয়ে একটি কথা মনে হল যে মনে বা সংসারে প্রেম ও সুখের মধ্যে অনেক বড় ব্যবধান !! অনেক ভাবার পরেও আমার পক্ষে সুনিদৃষ্ট পার্থক্য খুঁজে বের করা গেল না কেননা এক নিজে প্রেম বা সিখ বিষয়ে কোর লেখা-পড়া নেই আর দ্বিতীয়তঃ, আমার মনে বা সংসারে প্রেম বা সুখ দুই-ই চাই আর দুই বিষয়কে অনেকে আমরা এক করে দেখি বলে।
তবুও মনে হল- সংসারে বা মনে প্রেম একটি ভুবন তৈরী করে যেখানে ভাবনা এক ও অভিন্ন, অন্য দিকে সংসারে বা মনে সুখ একটি অনুভুতি সৃষ্টি করে যা দুঃখের সাথে তুলনা করে অনুভুত হয় অর্থাৎ কতখানি দুঃখের পরে সুখ সন্চিত হল এই হিসাবে নিকাশে। সুখের মধ্যে শুধু সুখই থাকে আর প্রেমের মধ্যে সুখ ও দুঃখ দুই-ই থাকে। শুধু সুখের জন্যে কেউ হিসাব নিকাশ করে প্রেমের পথে পা বাড়ায় না। সুখ একটি সমাপ্তি, সুখ ও দুঃখের তুলনায় একটি ফলাফল, প্রেমে কোন শেষ বা সমাপ্তি নেই, নেই কোন ফলাফল।
প্রেমে পরাজয় আছে, জ্বালা আছে আবার প্রেমে হয় জগৎ জয়। সুখের মধ্য শুধু সুখের অনুভুতি আছে সেখানে কেউ জ্বালা বা সুখ ফুরিয়ে যাক এমনটি কেউ চায় না। সুখ ফুরালে সেই জায়গা দুঃখ দখল করে, কিন্তু প্রেমের জায়গা দখল করার কেউ নেই।
প্রেম একটি ভুবন, একটি ভাবনা। প্রেমের ভুবনে সুখ খেলা করে, প্রেমের একটি অংশ সুখ। এমনি করে অনেক কথা লেখা যায় কিন্তু প্রেম করে কে বেশি সুখী— নারী না পুরুষ এ হিসাব কষাটি নিতান্তই একটি ভুল হিসাব, একটি বোকামিও বটে, শুধু সুখের বাঁধনে বাঁধা পড়া এমনটিতে অন্ততঃ আমার কোন ইচ্ছা নেই। নিত্য নুতন প্রেমের পথে সূচনা হোক আমার নিত্যটা দিন।
তারিখ: সেপ্টম্ববর ০৪, ২০১৩
রেটিং করুনঃ ,