প্রেম আসে কি যায় !!
নাকি থেমে থাকে,
এ কথা ভাবায় আমায়
বহু কাল।
আকার বা আয়োতনে
কি এর বাহার !!
সীমা অসীম ছাড়িয়ে,
কি ছন্দ লয়-তাল।
সুখের জন্য নাকি !!
দুঃখের জন্য প্রেম
নানান অর্থ খুঁজা,
এসবই পুরাতন কথা।
প্রেম একবার আসে
শুধু একজনের নামে
দলিলে চুক্তিতে যুক্তিতে,
ভাবনার এক চির স্বাধীনতা।
বুঝেছি কী বুঝ নাই
সমাধানে বা সমীকরণে,
অজানার সাগরে যা
ঢৈউ এর পরে ঢৈউ।
অজানা পথ জেনে
বহু পথ চলে, আবারও নব উদ্যামে
বহুজন থেমে থাকে নি,
তবুও প্রেমের মর্ম বুঝেছে কেউ কেউ।।
তারিখ: এপ্রিল ১২, ২০১৮
রেটিং করুনঃ ,