২.
শীত একটু পরেও নামতে পারত কিন্তু গত দুই দিনে গুড়ি গুড়ি বৃষ্টিতে শীত নামিয়ে দিয়েছে ঢাকা সহ সারা দেশে, নানান উপকরণ আছে আমাদের এই বাংলায় যা জানান দেয় শীতের আগমনী বার্তা।
তেমনি একটি উপকরণ খেজুঁরের রস, সেই রস দিয়ে গুড়, সেই গুড় দিয়ে কত রসালো, সুগন্ধি সু-স্বাদু পিঠা, নানান মিষ্টান্ন ! পিঠা উৎসব, পিঠা মেলার আয়োজন।
যখন আমরা প্রচন্ড শীতের প্রকোপ থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য আগুন জ্বালিয়ে, ঘর গরম করে গরম পোষাকে শরীরকে লুকিয়ে রেখেছি তখন খেজুঁর বৃক্ষ প্রকৃতির নিয়েমে প্রচন্ড শীত উপেক্ষা করে নিজ দেহ ক্ষত-বিক্ষত করে ফোঁটা ফোঁটা রসের যোগান দিয়ে চলেছে সারা রাত ধরে। আমাদের অনেক আড়ালের কথা জানা হয় না, চন্দনা সব সময় খুব হাসি-খুশি থাকে কিন্তু আমার যেমন জানা হয় না কেন চন্দনার রাতে কাটে চোখের পানিতে।
( ছবিটি – ২০১৭ এর জানুয়ারীতে তোলা, দুয়ারে কড়া নাড়ছে ২০১৮ সাল ) FB
৩.
৪.
৬.
পুরুষ মানুষ সৌভাগ্যবান, কারণ তারা কাছের ও দূরের নারীর সৌন্দর্য উপভোগ করতে জানে, এই গুণটির কারণে পুরুষ মানুষ মহান হয়।
৭.
ভি আই পি হইলে অনেক ঝামেলা, ক্যমেরা ম্যনরা এমনি এমনি হুড়মুড় করে সামনে, পাশে, পিছনে আছাড় খেয়ে পড়ে, শান্তিমত কোথাও গিয়ে বসা যায় না, পার্কেও না। দেশে মার্কেটেও করা যায় না, আত্মীয় বাসায়ও যাওয়া যায় না। তাছাড়া সারাক্ষণ মেক-আপ নিয়ে থাকতে হয়ে, গরম কালে আরও ঝামেলা মেক-আপ ঠিক থাকে না, ঘামের সাথে রঙ চঙ সব চুয়ে চুয়ে পড়ে।।
৮.
পোষ্ট সমাপ্ত।
৯.
১০.
যে ভাবে ঢাকায় লালবাগ কেল্লাকে আশে-পাশের সু-উচ্চ দালানগুলি ঘিরে ফেলেছে তা যদি সেই সময় মুঘোল সেনাপতি শায়েস্তা খান জানতেন তবে কখনই তিনি ঢাকায় লালবাগ কেল্লা তৈরী করতেন না। এখন হয় তো ধানমন্ডিতে খোলা বাতাস কম আসলেও এক সময় সূর্যের আলো প্রবেশ করতে পারবে কিনা সেটাই এখন ভাবনার বিষয় !!
রেটিং করুনঃ ,