গত বছরের আগষ্টের ( ২০১৮ ) পরে এবার ফেব্রুয়ারীতে ( ২০১৯ ) আবারও একটি চিঠি লেখা, সেপ্টম্বরের দিনগুলির কথা, আরও পরের দিনগুলির কথা এখন আর না বলাই ভালো, তবুও আশা থেকে থাকবে অনেক কিছু লিখার ঠিক এমন তোন চিঠিতে। একটি লাভ ও ক্ষতির মধ্য দিয়ে এক দৃঢ় চিত্তে কৌশলে তোমার পথ চলা, অনেক সাহসি ভূমিকায় থেকে, মনোবলকে কঠিন রেখে। সাহস যুগিয়েছি সব সময়ই আমিও যা ছিল তোমার জানার বাইরে।
দিনটা আজ বেশ বিশেষ দিন, বেশ কাছে থেকে আরও কিছুটা দূরে যাওয়ার দিন, প্রতিদিনের দেখা, সাজ সজ্জা, খিলখিল হাসি মুখ, গম্ভীরতা, ঢেউ খেলানো অরণ্য চুল এই সবে অবাধ স্বাধীনতা নিয়ে দেখায় এখন বাঁধা। দেখা চাওয়ার, এক বিন্দু দেখা পাওয়ার সেই সব দিনের সমাপ্তি এখন। না দেখার প্রবল বাসনা থেকে যে দহন তা শান্ত হওয়ার সকল দুয়ার বন্দ এখন।
প্রিয় সহচর , প্রিয় স্থান থেকে কিছুটা দূরে চলে যাওয়া বেদনা ভার বহন করে, সেটাকেও আড়াল করে রাখা ভিতরের দাউ দাউ অনুভূতিকে ছাই চাপা দিয়ে রাখা- এ বড় দীর্ঘ কষ্টের অথচ তা তুমি সহজে মেনে নিয়ে নতুন চলার পথে এগিয়ে চলেছো।
তোমার দৃঢ়তা, প্রকাশের দৃঢ়তা আমাকে এগিয়ে নিয়ে অনেক উঁচুতে পৌঁছাতে সাহায্য করছে, প্রতিটি ক্ষণই অনুসরণ করেছি, পযর্বেক্ষণও। আড়াল করতে চাই নি এক বিন্দু সময়েও সকল প্রতিকূলতায়, বাঁধায়।
হারানোর মর্ম এখন অনুধাবনের সময়, পাশাপাশি রাখার ছিল অকৃতিম প্রচেষ্টা, ফলাফলে তেমন সাফল্য দেখা যায় নি, গেলে খুব ভালো হতো, হাজার হাজার স্বপ্নের বুনন ছিল তা খুব ধীরে ধীরে হারিয়ে যাওয়ার পথে, মুছে যাওয়ার পথে।
ঠিক চোখের সামনে দিয়ে এখন তোমার বিদায়ের পালা, তাই লিখে চলেছি খুব দ্রুত! ফুরিয়ে যাবে কি ! হারিয়ে যাবে কি ! আরও নতুনের মাঝে ! দীর্ঘ পথ ও প্রকৃত পথ কখনও সহজে মুছে যায় না, বিশ্বাস রেখে গেলাম সবই অম্লান থেকে যাবে, নতুন আলোর সঞ্চারণ নিয়ে হবে তুমি আরও আলোকিত প্রভায়।
কেন যেন বেশ আগে থেকে বুঝে যেতাম কি হচ্ছে তোমার সামনের দিনগুলিতে এটি বেশ আগে থেকে জানা ছিল কেমন হবে তোমার যাওয়াটা, বিচলিত করেছে বেশ কিন্তু তোমার দৃঢ়তায় তুমি জয়ি আরও জয়ি হও বেশ আশা বাদ রেখে পেলাম।।
খুব সাবলিল ছিল তোমার চলে যাওয়া, খুব সাবলিল। কোন মায়া না রেখে, পিছনে ফিরে না তাকিয়ে, কোন পদ চিহ্ন না রেখে, তোমার চলে যাওয়া।
অনেক চিঠি আকারে বড় হয় না, এবারের এই চিঠিটাও বড় হলো না, সব কিছুর কারণ থাকে, তাই কারণ ছিল চিঠি আকারে বড় না হওয়ার।
তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,