তোমাকে নিয়ে আজ একটি লাইনেও হলো না সাজানো
মনের অন্তরালে অন্য মন কি থাকে লুকানো !
অন্ততঃ থাকে না তা কখনও
হয় তা সমুদ্র, প্রসারিত আকাশ, অথবা গভীর অরণ্য।
বলো তো কোন ক্ষণটায়
আমার প্রিয় সব শব্দ দিয়ে তোমাকে
সাজাই নি কি আমি !
বুনি নি কি শ্রেষ্ট কাব্য মালা !
কাছে থাকালে তোমার চন্দ্র মুখ দেখি
দূরে আরও উজ্বল হয়ে সেই চন্দ্র মুখের কথা লেখি।
ভাসিয়ে আনে সেই চন্দ্র মুখ সুখের পরে সুখ
কত অধির, কত ব্যকুলতা! কত যে উৎসুখ
কোমলে বাঁধানো হৃদয়-বুক, অবিরত ধুঁক ধুঁক!
তাই তো প্রিয় শব্দরা আসে
মাধুরীতে অতি প্রিয় সুবাসে।
শব্দ মালারা আর তুমি সারা আকাশ জুড়ে
সেই সুখ, পাখির ডানায় মুক্ত আকাশে যখন উড়ে।
ঝর্ণার ধারায় সাজানো মুখের হাসি
চোখে তোমার বড় শান্ত দিঘি
ঢেউ খেলা চুল মিশেছে অরণ্যে।
তোমার চাঞ্চলতা পেখমের ডানায়
গম্ভীরতা শুধু নির্জন পাহাড়ে মানায়।
স্বর্ণ বর্ণে মাখানো কায়া
মমতায় দীর্ঘ নিবীড় ছায়া।
কবেকার সেই তুমি ভেসে আসা ঢেউে কেবলি মৃদু
প্রিয় সব শব্দে রচিত সব কবিতা তোমার জন্য শুধু।।
তারিখঃ অক্টোবর ১১, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,