ভালোবাসি ভালোবাসি গভীর হদয় দিয়ে
নিভৃতে অন্তর মন ডেকে বলে ‘প্রিয়ে’
সবচেয়ে প্রিয় যে ডাক, সেই ডাকে তোমায়-
ডাকবো আমি চিরকাল জীবন-মরণ সীমায়।
ভালোবাসি ভালোবাসি এমন মধুর ডাকে
হৃদয় দুয়ার খুলে যায় আলোকিত বাঁকে
হারিয়ে যায় বিষন্নতা, দুঃখ যত জরা
সুখে বিলাশে আনন্দে শান্তিতে ভুবনখানি ভরা।
ভালোবাসি ভালোবাসি যখন কণ্ঠে ভেসে উঠে
প্রিয় সব ফুলগুলি প্রফুল্লতা জাগাতে হৃদয়ে ফুটে
এতো সুখের পরশ, শান্তির ছোঁয়া জানি না কোথা থেকে আসে
ভালোবাসি ভালোবাসি এ যে শুধু হৃদয় হৃদয়ে ভালোবাসে।
ভালোবাসি ভালোবাসি এ যে হৃদয়ে হাসির উচ্ছ্বাস
হৃদয় হৃদয়ে চিরকালে বাঁধা পড়ার গভীর বিশ্বাস।
ভালোবাসি ভালোবাসি তুমি আমার প্রাণে চিরদিনের ভালোবাসা।
সুখে বাঁধা, মধুতে মাখা, হৃদয়ে আঁকা এক নৌকায় কেবলি ভাসা।।
ভালোবাসি ভালোবাসি এ সবি তোমারি নিঃস্বার্থ দান
স্পর্শের সু-ঘ্রান, তীব্র আকর্ষণের টান, বিকশিত প্রাণ
তুমি কল্যাণময়ি, প্রেমময়ি আমার হৃদয় জয়ে জয়ি
আলোকবর্তিকা হাতে নিয়ে তুমি সকল আঁধার জয়ি।
ভালোবাসি ভালোবাসি তোমার এ দানে আমি বহু ঋণি
জন্মের জন্য তোমার জন্ম অন্ততকাল ধরে তোমাকে চিনি।
হৃদপিন্ডের দোলা, রক্তের কণিকা প্রতি শিরায় তুমি প্রবাহিত
তুমি অন্তর দান হতে প্রিয়া রূপ, আমার বাসানা, আমার কাঙ্খিত।।
তারিখঃ আগষ্ট ১২, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,