প্রশান্ত কিশোরের ‘ফোর-এম’ পরিকল্পনা কী
১৬ এপ্রিল সোনিয়া গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠকের পর প্রবীণ কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল বলেছিলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে পরিকল্পনা জমা দিয়েছেন প্রশান্ত কিশোর।
পরিকল্পনার মধ্যে আছে ‘ফোর-এম’। ভোটকুশলীর সেই ফোর-এমের মধ্যে আছে মেসেজ, ম্যাসেঞ্জার, মেশিনারি ও মেকানিকস। পাশাপাশি প্রশান্ত কিশোর বিজেপি হিন্দুত্ববাদ, তীব্র জাতীয়তাবাদ ও কল্যাণমূলক প্রকল্প—তিনটি বিষয় নিয়ে যে জোর লড়াই চালাচ্ছে, সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছিলেন। এসব ব্যাপারে প্রশান্ত কিশোর বিকল্প প্রস্তাবও দিয়েছেন কংগ্রেসের সামনে।
প্রশান্ত কিশোর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই বিজেপি চালান। তবে জেপি নাড্ডার মতো লোককে তাঁরা সভাপতি হিসেবে রেখেছেন। প্রশান্ত কিশোর বলেছেন, যিনি দলের সভাপতি হবেন, তাঁর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া উচিত নয়।
প্রশান্ত কিশোরের ঝুলিতে যেমন সাফল্য আছে, তেমন ব্যর্থতাও আছে। সাফল্যের মধ্যে আছে ২০১৪-তে বিজেপির ক্ষমতায় আসা এবং নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়া, বিহারে নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী হওয়া, পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য তৃণমূলের ক্ষমতায় আসা। তবে ২০১৭ সালে উত্তর প্রদেশে কংগ্রেসের দায়িত্ব নিয়ে ব্যর্থও হন পিকে।
২০২৪ সালের নির্বাচনের আগে হিমাচল প্রদেশ, কর্নাটক, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে রাজ্য নির্বাচন হবে। এসব রাজ্যে কংগ্রেসের কোথায় শক্তি কেমন, কোথায় দুর্বলতা, সম্ভাব্য প্রার্থী, বুথ স্তরে হোয়াটসঅ্যাপ গ্রুপ গড়ে তোলা—ইত্যাদি ব্যাপারে প্রস্তাব রেখেছেন প্রশান্ত কিশোর।
২০১৪ সালে বিজেপির কাছে হেরে যায় কংগ্রেস। এর পর থেকে একের পর নির্বাচনে পরাজয়ই দেখেছে দলটি। গত ১০ বছরে ৯০ শতাংশ (রাজ্য ও কেন্দ্র) নির্বাচনে পরাজিত হয়েছে ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস। এ বৃত্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে সোনিয়া গান্ধীর নেতৃত্বে। এরই মধ্যে দলটির সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন দেশটির ভোটের মাঠে ভোটকুশলী নামে পরিচিত প্রশান্ত কিশোর। তিনি নাকি কংগ্রেসে যোগ দিতে চান, এমন খবরও চাওর হয়। ২০২৪ সালে দলটির লক্ষ্যও কী হওয়া উচিত, তা নিয়ে বিশদ পরিকল্পনা দিয়েছেন তিনি। ইতিমধ্যে প্রশান্ত কিশোর সোনিয়া ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে কংগ্রেসের জন্য ‘ফোর এম’ পরিকল্পনা জমা দিয়েছেন। তাঁর লক্ষ্য ও ভূমিকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সোনিয়া গান্ধী।
দিন কয়েক আগে প্রশান্ত কিশোর সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে ২০২৪ সালের নির্বাচনে কংগ্রেসের অবস্থান ধরে একটি প্রস্তাব দেন। কংগ্রেসের পক্ষ থেকে সেই প্রস্তাব পর্যালোচনার জন্য কমিটিও করা হয়েছে। সোনিয়াদের ৩৭০টি আসন ধরে পরিকল্পনা সাজাতে বলেছেন। কংগ্রেসকে প্রশান্ত কিশোর বলেছেন, ৫৪৩টি আসন নয়, ৩৭০টি ধরে লড়াইয়ে নামতে হবে। ৩৭০টি আসনে কংগ্রেস আগে থেকেই শক্তিশালী। এই আসনগুলোতে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই হতে পারে। এ লক্ষ্য নিয়ে সামনে এগোলে ভালো ফল আসতে পারে। বাকি ১৭৩ আসন বিভিন্ন রাজ্যে জোটসঙ্গীদের জন্য ছেড়ে রাখার প্রস্তাবও দিয়েছেন তিনি।
****তথ্যসূত্র: হিন্দুস্তানস টাইমস, দ্যা হিন্দু।
সূত্র: প্রথম আলো।
তারিখ: এপ্রিল ২৪, ২০২২
রেটিং করুনঃ ,