আমরা নবীন হতাশ হওয়ার পাত্র নই, তবে চাই প্রবীণরা এসে নবীনদের বিতারিত করুক,নবীন ও প্রবীণের সম্মুখ যুদ্ধে নবীনরা একটু শক্তিশালী হোক। দুইটি লাইন এলো মনে-
অনেক নবীন অর্থ অযথা হৈচৈ দল পাকানো সাথে হট্টগোল,
অধিক প্রবীণের চলাচল যেন শান্ত দীঘির কিম্বা সমুদ্রের জল।
প্রত্যাশা রইলো প্রবীণরা এসে নবীনদের দিক দীক্ষা কি ভাবে ব্লগে লিখতে হয়, লেখা বিশ্লেষন করতে হয়, মন্তব্য লিখতে হয়, লেখায় উৎসাহ বাড়াতে হয় !
তারিখঃ ২ ডিসেম্বর ২০১৬
রেটিং করুনঃ ,