মমতার অন্য আসনে লড়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যকে এবার তীব্র ভষায় কটাক্ষ করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা তৃণমূল নেতা যশবন্ত সিনহা।
প্রধানমন্ত্রীকে তুলোধনা করে এদিন তিনি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘এখন স্পষ্ট হয়ে গিয়েছে যে, প্রধানমন্ত্রী মোদী সরাসরি বিজেপির ‘নোংরা কৌশল’ বিভাগের প্রধান। নন্দীগ্রামে ভোটগ্রহণ চলাকালীন মমতা অন্য একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি উত্থাপন করার মতো সবচেয়ে সস্তা মন্তব্য করতে পারেন।’
উল্লেখ্য, এদিন মথুরাপুর ও হাওড়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘বাংলা যা চাইছে তাই হয়েছে নন্দীগ্রামে। দিদি, প্রথমে ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে গিয়েছিলেন। পরে বুঝলেন সেটা ভুল হয়েছে।’ এখন প্রশ্ন উঠছে, বাংলার মানুষ কী ছাপ্পা ভোট চেয়েছেন?’
প্রধানমন্ত্রী দাবি করেছেন, নন্দীগ্রামে বিজেপির জয় নিয়ে তিনি নিশ্চিত। তিনি বলেন, ‘দিদিকে দেখুন। সব বুঝে যাবেন। দিদিই ওপিনিয়ন পোল, দিদিই এক্সিট পোল।’
নন্দীগ্রামে দেদার ছাপ্পা হয়েছে বলে দাবি তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবু প্রত্যয়ী নেত্রী জানিয়েছেন, তিনিই জিতবেন। তবে এই ছাপ্পা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই। এই দাবি করে নালিশ ঠুকেছেন রাজ্যপালের কাছে। উল্টোদিকে তখন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার হাওড়ার উলুবেড়িয়ায় জনসভা করেন মোদী। এই দুই সভাতেই মোদী টেনে আনেন নন্দীগ্রাম প্রসঙ্গ। তখনই তিনি বলেন, ‘বাংলা যা চাইছে তাই হয়েছে নন্দীগ্রামে। দিদি, প্রথমে ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে গিয়েছিলেন। পরে বুঝলেন সেটা ভুল হয়েছে।’ এখন প্রশ্ন উঠছে, বাংলার মানুষ কী ছাপ্পা ভোট চেয়েছেন?’
সূত্র: বাংলা হিন্দুস্থান টাইমস।
তারিখ: এপ্রিল ০১, ২০২১
রেটিং করুনঃ ,