প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশের স্বার্থ নেই বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তাঁরা বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি সই ও সীমান্ত হত্যা বন্ধের মতো বিষয়ে কোনো পরিষ্কার সিদ্ধান্ত এবারও প্রধানমন্ত্রী ভারতের কাছ থেকে আদায় করতে পারেননি। তাই দেশের স্বার্থের চেয়ে তাঁর (প্রধানমন্ত্রী) আগামী দিনে ক্ষমতায় থাকার চুক্তি করার জন্য এই সফর কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাজধানীর পুরানা পল্টন মোড়ে আজ বুধবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা এসব কথা বলেন। ‘দমন-পীড়ন, হামলা-মামলা, গুম-খুনসহ রাষ্ট্রীয় সন্ত্রাস রুখে দাঁড়াও’ স্লোগানে এই সমাবেশ হয়।
সভাপতির বক্তব্যে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) রামপাল বিদ্যুৎকেন্দ্রকে পরিবেশবিরোধী উল্লেখ করে এর উদ্বোধনের সমালোচনা করেন। তিনি বলেন, দেশে এই বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করলে বিক্ষোভ হবে। তাই ভারতে উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহসস্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, ‘রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে। এ জন্য কত আন্দোলন করলাম। আজ ভারতে বসে তার উদ্বোধন হয়। একদিকে সুন্দরবনের ধংস, অন্যদিকে গণতান্ত্রিক চেতনার ধংস—দুটোই একই সঙ্গে এই সরকার ঘটিয়ে চলেছে। আমরা এর তীব্র নিন্দা করি।’
সিপিবির সহসাধারণ সম্পাদক মিহির ঘোষের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা সহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা গুম, খুনসহ বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে হত্যা এবং রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করায় সরকারের তীব্র সমালোচনা করেন।
সূত্র: প্রথম আলো।
তারিখ: সেপ্টম্বর ০৭, ২০২২
রেটিং করুনঃ ,