প্রথম আলো ব্লগ প্রিয় চিঠি আয়োজন ২০১৩ এই আয়োজনে এর মধ্যে অনেক চিঠি পোষ্ট আকারে প্রায় প্রতি ঘন্টায় আসছে, চিঠি আয়োজন বেশ জমে উঠেছে, বড় খোকাকে লেখা আজকের চিঠিটিও রিহারসেল স্ব-রূপ।
আলো ব্লগ প্রিয় চিঠি আয়োজন ২০১৩ জন্য চলমান একটি বিষয়কে স্মরণীয় করে রাখার জন্যে একটি চিঠি ড্রাফট করা আছে।
…………………………………………………………
বড় খোকা,
আমার দোয়া নিও, গতকাল তোমার ছোট ভাই বাবু তোমার বাসা থেকে নিরাপদে বাড়িতে এসে পৌঁছিয়েছে, নিয়মিত ভাবে আজ সে কলেজে গেছে, ওকে অনেক লেখাপড়া শিখানোর ইচ্ছা আমার নেই যদিও ও লেখাপড়ায় খুব ভালো আর লেখাপড়ায় খুব আগ্রহ, তবুও আমাদের উপ-জেলায় ওকে ডিগ্রী কলেজে ভর্তি করিয়ে দিব। তোমাকে অনেক লেখাপড়া শিখিয়ে যে আমি শিক্ষা পাই নি তা এমন নয় !! বাবুকে তুমি বলেছে ‘ আমি ঢাকায় তোমার বাসায় এক মাস থাকলে তোমার নাকি আমার জন্য এক মুরগী কিনতে অতিরিক্ত পাঁচ হাজার টাকা খরচ হবে, আমার ঔষধ পত্রের খরচের কথা বাদ রেখেছো।’ তোমরা ঢাকায় এতো কষ্ট করে থাকো তা আমার জানা ছিল না বা তুমি কখনো এসব বল নি আমাকে। তোমাদের তৈরী করা বাজেট মিলাতে কষ্ট হবে, বউ মার সমস্যা হবে, দাদু ভাইয়ের অসুবিধা হবে আমি তো তা একজন শাশুড়ী হয়ে, একজন দাদী হয়ে তা চাইব না।
থাক সে সব কথা, অন্যরা কি বলে তা আমার জানার দরকার নেই, তুমি আমার ছেলে এটাই বড় কথ। সব ছেলেরা মায়ের আশা-ইচ্ছা বুঝে থাকলে তুমিও বুঝো তা আশা রাখি।
তোমার বিয়ের পরে আমি বুঝেছি তোমার শাশুড় বাড়ির লোকজনের প্রতি তোমার আগ্রহ বেশি, যোগাযোগ বেশি- এটা ছিল তোমার ইচ্ছা -অনিচ্ছার ব্যপার। তোমাকে লেখাপড়া শিখিয়েছি এটাই বড় কথা, নাই বা তুমি জানলে তোমাকে লেখাপড়া শিখানোর ভিতরের কথা।
আমি তোমার প্রতি সব সময়ই অন্ধ থেকেছি বলে তোমাকে অন্য ভাবে আমার ভাবা হয় নাই, বাবুর মুখে কথাগুলি শোনার পরে শুধু তোমার বাবার কথাই মনে পড়েছে, তোমার বাবা হয়তো তোমাকে ঠিক চিনতে পেরেছিল, একদিন যাতে আমাকে কারো অনুগ্রহের পাত্রী হতে না হয়, কারো দ্বারে দ্বারে ঘুরতে না হয়, শোন খোকা, তোমার বাবা আমার জন্য যা লিখে দিয়েছেন যা রেখে গিয়েছেন তা দিয়ে অন্ততঃ তোমার মত দুই জনের সংসারের সকল ব্যয় আমি বহন করতে পারি। তোমার বউকে, আমার দাদু ভাইকে সারা জীবন প্রতি দিন অন্তত মুরগী খাওয়াতে পারি।
খোকা, তুমি অনেক লেখাপড়া শিখে কি করলে !! অনেক লেখাপড়া করে কি শিখলে !!!
লাভলী ও ওর বর ভালো আছে, ওরা প্রায় আমার কাছে এসে কয়েক দিন করে থেকে যায়। তুমি সময় করে ছুটি নিয়ে বাড়িতে এসো, বউ মা, দাদু ভাইকে সাথে করে বাড়িতে এসো।
তোমার জন্য দোয়া রইলো বাবা।
ইতি
তোমার মা।
প্রথম আলো ব্লগ প্রিয় চিঠি আয়োজন ২০১৩ – ২
তারিখ : জুন ১৪, ২০১৩
রেটিং করুনঃ ,