দুই তিন পরে চৈত্র মাসের কোন এক তারিখে প্রথম আলো ব্লগে আমার অবস্থান দুই বছর পূর্ণ হবে আর সেই সাথে ৩য় বর্ষে পদার্পন।
প্রথম আলো ব্লগে আমার বিচরণকে সব সময়ই মনে হয়েছে যেন জীবনের অনেকগুলি বছর ঘুমিয়ে থেকে হঠাৎ করে যেন একটি আলোকিত ভুবন প্রবেশ।
ব্লগে অবস্থান দিনের হিসাবে প্রায় ৭৩০ দিন বা দুই বছর আমার কাছে একটি দীর্ঘ সময় কাল মনে হয়েছে, অনেক অর্থবহ সময় মনে হয়েছে। যে ভাবে শিশুকাল, শৈশব কাল শিক্ষা জীবন শেষ হয়েছে বা কর্ম জীবনের সময়গুলি যত দ্রুত পার হচ্ছে সেই তুলনায় ব্লগের লেখা-লেখির পথটাকে বেশ দীর্ঘ মনে হচ্ছে, এর পিছনে নানান কারণ থাকতে পারে।
শিক্ষা জীবন বা কর্ম জীবনে পরিকল্পনা মাফিক যতটা লক্ষ্যে পৌঁছানো যায় ব্লগে লেখা-লেখির মধ্য দিয়ে পরিকল্পনা মাফিক একটি লক্ষ্যে পৌঁছানোটা অনেক অনেক কঠিন, সহজ কথায় একজন কবি বা লেখক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা অনেক কঠিন ও দীর্ঘ সময়ের পথ।
ব্লগে ইতিমধ্যে অনেকের সাথে বেশ সম্পর্ক দৃঢ় হয়েছে বিভিন্ন মাধ্যমে নিয়মিত কথা হয়, কখনও দেখাও হয়। বহু দুরের কোন সন্মানিত ব্লগার মূহূর্তেই যেন হয়েছেন খুব কাছের। আবার অনেকের সাথে পরিচিত হতে সময় লাগে নি আবার বেশ সময়ও লেগেছে, অনেকেই আসছেন এখনও নুতন, নবীন তবুও সে অনেক পরিচিত, সকলে অনেক আপন জন এ আলোকিত ভুবনে।
ব্লগের সন্মানিত পাঠক ও লেখকগন সকলই আমার বা আমাদের সম্পদ, একসাথে সকলের উপস্থিতি আমাদের মনকে প্রফুল্ল করে, মনে সজীবতা আনে।
এই ব্লগ একটি চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছে, অনেকের মত আমার নিজেরও একটি ডিজিটাল আর্কাইভ তৈরি হয়েছে বলা যায়।
প্রায় প্রতি সপ্তাহে কিছু কিছু পোষ্ট লিখেছি বলে, লেখার চর্চা রেখেছি বলে দিনে দিনে ব্লগের খাতায় প্রায় এখনও ২৬৩ টি পোষ্ট জমা আছে। নিত্য দিনের মনের ভাবনাগুলি লিখেছি বলে আজ লেখা বা অ-লেখার ভান্ডার বেশ সমুদ্ধ হয়েছে।
একজন সচেতন মানুষ হিসাবে অন্তত কিছুটা পরিপূর্ণ হতে হলে সমাজের প্রতি, দেশের প্রতি কিছুটা দায়িত্ব থেকে যায়। নানান ব্যস্ততার মাঝেই সময় বের করে নিয়ে আমাদের লেখা উচিত আর এ যাত্রায় নিজেও একজন অংশীদার হতে চাই, নিয়মিত লেখার অভ্যাস গড়ে তুলতে চাই সেই সাথে লেখার ধারাবাহিকতটাও বজায় রাখতে চাই। হয়তো একদিন দেখা যাবে বিন্দু বিন্দু করে সিন্ধু হয়ে গেছে। পরের প্রজন্ম লেখাগুলি পড়তে পারবে, জানতে পারবে আমরা ব্লগের এক নূতন মাধ্যম ধরে কী ভাবে যাত্রা শুরু করেছিলাম, কেমন ছিল আমাদের সময় কাল, আমাদের চিন্তা চেতনা। অথবা, একসময় অবসরে নিজের পুরানো লেখাগুলি পড়তে পড়তে নিজেরই অনেক ভালো লাগবে। জানা যাবে কেমন ছিল লেখার হাত!
এই ব্লগে একটি বেশ কষ্টের বিষয় যে, যারা একদিন প্রথম আলো ব্লগকে মাতিয়ে রাখতেন, প্রাণ-বন্ত করে রাখতেন, ব্লগকে ঝলমল করে রাখতেন মনে হয়েছে তাঁদের মধ্যে অনেক সন্মানিত ব্লগার আর সত্যি ফিরে আসেন নি। চলে যাওয়া, হারিয়ে যাওয়া সন্মানিত ব্লগারদের সাথে একটি বন্ধন, একটি সম্পর্ক রচনা হয়েছিল কিন্তু তাঁদের হারিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের সকল ব্যাখ্যার ইতি ঘটেছে। চলে যাওয়া, হারিয়ে যাওয়া সন্মানিত ব্লগারগন আবার ফিরে আসবেন এই ব্লগেএটাই আমার বা আমাদের প্রত্যাশা।
লেখনী শক্তি পৃথিবীতে আজও সবচেয়ে বড় শক্তি আর নিজে যেন বা আমরা সকলে যেন হতে পারি সবচেয়ে বড় সেই শক্তির অংশীদার।
তারিখ: মার্চ ২৪, ২০১৪
রেটিং করুনঃ ,