তুমি আর কত বৃহৎ হলে তোমাকে পুরাটা দেখতে পাব না !
আমি আর কতটা ক্ষুদ্র হলে থাকব তোমার অন্তরে বোনা !
বৃহৎ পর্বতমালা হও তুমি হোক আকাশ জুড়ে তোমার বাড়ি
তোমার কোন অংশে আমি যেন হই কয়েকটা ফুল রঙে বাহারি।।
জগৎ তোমায় দেখতে পাবে বহু আকর্ষণ আর সমাদরে
আমি না হয় কয়েকটা রঙির ফুল হয়ে সাজব ধরে ধরে।
থাকুক তোমার শরীর জুড়ে নানা গিরি পথ, ঝর্ণা ধারার ঢল
পাশে শুধু আমি ফুটে রব সারি সারি রঙ্গিন ফুলে স্বচ্ছ উজ্বল।।
যত বৃহৎ হও তুমি, যত ক্ষদ্র হই আমি, একই ভূবনের পরে
থেকে যাব কাছাকাছি, পাশাপাশি একই ঠিকানায় একই বন্ধন ধরে।
তারিখ: মে ২২, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,