তুমি হয়তো ভাবতে পারো আমি মরেই গিয়েছি সেই কবে!
বেঁচে আছি আজও তোমাকে নিয়ে লেখা প্রতি লাইনে লাইনে-
একদিন পাঠিকা হয়ে প্রতি লাইনে লাইনে যখন নিজেকে দেখবে তুমি !
যেমন করে সন্মানিত করেছিল কাউকে রবি, নজরুল, হাফিজ কিম্বা রুমী।
জেনে নিও; সেই দিন থেকে আমি আর নেই পৃথিবীতে
পেরেছি তোমার সকল ঋণ মিঠিয়ে দিতে।
প্রয়োজন ফুরিয়েছে আমার
এই পৃথিবীতে বেঁচে থাকার !
যতদিন তোমার চোখে যাবে না তোমাকে নিয়ে লেখা প্রতি লাইন
দুঃখে ভরে যাবে শান্ত দীঘি, প্রাচীন বৃক্ষ, সারি সারি পাইন।
আটকে থাকবে আমার দম, নিঃশ্বাস কঠিন যন্ত্রনায়
সেই কবে থেকে আছি প্রতি লাইন পড়ার আপেক্ষায়।
আমার লেখা লাইনগুলি যখন দিবে দোলা তোমার চোখে মনে অনুভূতিতে
তখনই তুমি পারেছো আমাকে এ জীবন থেকে, যন্ত্রনা থেকে মুক্ত করে দিতে।।
তারিখঃ নভেম্বর ২৪, ২০১৮ (স)
রেটিং করুনঃ ,