প্রতি দিন, প্রতি ক্ষণ –
প্রতি লাইনে যে কবিতা রচনা হয় আমার,
যা আমার চির গর্ব, পাখির পালকের ‘পর ভর করে ভেসে চলা
অসীমের পথে, সীমানার বন্ধন ভেঙ্গে
সেখানে বেশ দেখা পাই; দেখা বা না-দেখার জীবন্ত অনুভবে
লিখে যাই, তাই, প্রায়ই
প্রতি শব্দে, লাইনে, কবিতায়
চির চেনা বা চির অচেনার কৌশলী বন্ধনে।
বিত্ত- সম্পত্তির খোরপাক কিম্বা খোয়ার
সুখ- ভোগের বৃত্ত ভাঙ্গতে পেরেছি বহু আগে বলেই
আমার মন-মনন জুড়ে বন্ধন মুক্ত ভুবন
কোথাও হারিয়ে যাওয়ার অনুভূতিতে বিভোর !
এমন অনুভূতি নিত্যই নিজেকে চুরি করে নেয়, কখনও বা ডাকাতি !
তারিখ: এপ্রিল ২৭, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,