খুব ভোরে আকাশ বিদির্ণ করে প্রথম আলো ছোঁয়া দেয় পৃথিবীতে
দিনের আগমন জানান দিতে
তেমন করে ঠিক তুমিও ছুঁয়েছো আমার হৃদয়ের তল।
ঠিক অবিকল।
আলোকিত আমি। মন মননে ধারণ
সন্মানিত সব উচ্চারণ।
চির দিনের চির কথা
অন্তরে রাখে নীরবতা।
সকল সময়ই অন্তর মনে বিচারণ
অজানা সবই – সে কারণ
প্রকাশে থাকে বারণ।
তোমার প্রতি বিন্দুতে বিন্দুতে জাগে কৌতহল
যদি জানা হতো প্রতি বিন্দুর রহস্য সকল।
পৌঁযছিয়ে যেতাম সকল কৌতহল রহস্যের তল।
মাঝি তুমি; তরী বয়ে নিয়ে যেতে পারো
যেখানে সন্ধ্যা নামে নিবিড় ঘনো গাঢ়।
আশ্রয়ের সন্ধানে
এক প্রদ্বীপ জ্বলুক এক হয়ে দুই প্রাণে
সকল দহন অতৃপ্তি পরিত্রাণে
শান্ত সজীব প্রফুল্লতা ঘ্রাণে।।
তারিখঃ নভেম্বর ২৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,