প্রতিশ্রুতির বিপরতিতে যাওয়া মানুষের খুব স্বাভাবিক স্বভাব এটি বন্ধনের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্র বা জনগনের প্রতি। প্রতিশ্রুতির উপর ভর করে যখন লক্ষ্য অর্জন হয় নিজেকে টিকিয়ে রাখার জন্য নিজের অভিলাষ অতি মাত্রায় পরিপূর্ণ করার জন্য প্রতিশ্রুতির বিপরতিতে যাত্রা শুরু করে যকণ বুঝতে পারে প্রতিশ্রুতি ভঙ্গ করে অন্যায় ও অত্যাচারের সদর দুয়ার খুলে গিয়েছে, অত্যাচারের সদর দুয়ার দিয়ে যাতায়ত ছাড়া আর কোন পথ থাকে যখন একবার অত্যাচারের সদর দুয়ার খুলে যায় তখন তাকে আর বন্দ করা যায় না এটি জানা সত্বেও অত্যাচারের সদর দুয়ার খুলে রাখতে হয়। অনেক পরামর্শক শুতু এক পরামর্শ দিয়ে থাকে যে এটাই সর্বকালের শ্রেষ্ট রচিত পথ।
পরামর্শকদাতারা ভালো করে জানে যে অত্যাচারের পথে কোন ছাড় দিলেই কারো রক্ষা নেই, ইতিহাসের পতনের মর্মান্তিক ঘটনাকে তারা স্মৃতি থেকে বিদায় করে রাখে, ভাবনায় স্থির করে রাখে এই ভাবেই তারা জয়ের পতাকা হতে সামনের দিনগুলি পার করে নিতে পারবে। ভাবনায় কখনও আসনেপারে না অত্যাচারের অর্থ নিশ্চিত পতন ও ইতিহাসে মর্মান্তিক পরিনতির কথা লাইনের পর লাইন লেখা।
ভোটের অধিকারে আদায়ের লক্ষ্য নিয়ে ক্ষমতায় বসে চিনদিন কী ভাবে ক্ষমতায় থাকা যায় তার জন্য নতুন আবিষ্কার ভোট কেন্দ্রের গোপন কক্ষে পাহাড়াদার বসানো। … মার্কায় ভোট পড়তেই হবে অথবা অত্যাচারে নির্যাতন! ভোটের অধিকার প্রতিষ্টার প্রতিশ্রুতি দিয়ে ভোটের অধিকার হরণ হয়েছে, জনগন যে ভোটেরঅধিকার হারিয়েছে এটি উপলদ্ধি করার পরও ক্রমাগত ভাবে মিথ্যাচার, অর্থ-কড়ি দিয়ে বশে রাখার চেষ্টা, উন্নয়েন গল্প!
কোথায় উন্নয়ন ! সারা বিশ্বেই তো উন্নয়ন আছে হচ্ছে। আউয়ুব খানের আমলেও উন্নয়ন হয়েছিল মানুষের কন্ঠস্বর বন্দ করে দিয়ে এখনও তাই হচ্ছে নব্য আউয়ুব খানের জামানা আবারও ফিরে এসেছে। পরিনতি যে আউয়ুব খানের আদলেই হবে তা কি এক ধরণের নিশ্চিত নয় !
তারিখ: মার্চ ০৬, ২০২১
রেটিং করুনঃ ,