প্রতারণা মামলায় জামিন পেলেন আওয়ামী লীগ থেকে বহিস্কৃত হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন সোমবার তাদের জামিন আদেশ দেন। তবে এই মামলায় অভিযোগ গঠনে আগামী ১৭ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন আদালত।
হেলেনা জাহাঙ্গীর ছাড়া অপর আসামিরা হলেন, আইপিটিভি জয়যাত্রা টেলিভিশনের মহাব্যবস্থাপক হাজেরা খাতুন, সমন্বয়ক সানাউল্লাহ নুরী, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ ও কারাগারে থাকা স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান।
জয়যাত্রার ভোলা প্রতিনিধি আবদুর রহমান তুহিন গত বছরের ২ আগষ্ট রাজধানীর পল্লবী থানায় হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণার এই মামলা করেন। একই বছরের ২১ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হেলেনা জাহাঙ্গীর ও অপর চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম।
এ মমলাতেই সোমবার জামিন পেলেন হেলানা জাহাঙ্গীর।
এরআগে, গত বছরের ২৯ জুলাই গুলশানের বাসায় অভিযান চালিয়ে হেলেনাকে গ্রেপ্তার করে আইনশৃংখলা বাহিনী। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়।
সূত্র: সমকাল।
তারিখ: মার্চ ২৮, ২০২২
রেটিং করুনঃ ,