কত প্রাচীর গড়ে উঠে, বাড়িতে,
পাড়ায়, মহল্লায়, দেশের সীমান্তে সীমান্তে।
বন্দ হয় মানুষের চলাচল আরও অনেক কিছুর।
কেউ যদি একটি প্রাচীর উঠিয়ে দেয়
বলতো সত্য করে চোখের দেখা যদিবা বন্দ হয়
মনের দেখা কি বন্দ হবে !
এ পাড়ের কথা প্রচীরের ওপারে না গেলেও কি
বন্দ হবে হৃদ-পিন্ডের কথোপকথন!
থেমে যাবে কি হৃদয়ের উত্তাপ !
প্রচীর কখনই বন্দ করতে পারে না মনের মাঝে যে চলাচল।
বিভক্ত হয় না, মন, অনুভূতি, সততা, বিশ্বাসের।
প্রাচীর গড়ে তবে সবার জন্য প্রচীর দৃশ্যমান হয় না।
তারিখঃ জানুযারী ৩১, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,