পেরিয়েছে ৪৮ ঘণ্টা, কার্যত সরকার নেই দেশে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবিকে কেন্দ্র করে দেশজুড়ে চলা সংঘাতের মধ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত সোমবার ভারতে চলে যান শেখ হাসিনা। এরপরে ওইদিন গণভবন, জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢুকে পড়ে মানুষ। সারা দেশের থানায় হামলার ঘটনা ঘটে।
এদিকে গতকাল মঙ্গলবার সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদ ভেঙে দেওয়ার পর এখনো মন্ত্রিসভা নেই। রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হলেও তিনি সরকারপ্রধান নন। অন্তর্বর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত কার্যত দেশে সরকার আছে তা বলা যাবে না।
শেখ হাসিনা সরকারের পতনের পর ৪৮ ঘণ্টা হয়ে গেলেও এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার গঠন হয়নি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে পুরো সরকার গঠন ও এর কার্যক্রম শুরু হয়নি।
শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়ার পর বেলা চারটার দিকে প্রেস ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান শেখ হাসিনার পদত্যাগের কথা জানিয়ে দ্রুতই রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেছিলেন। পরে ওই দিন রাতে রাষ্ট্রপতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্রুত একটি অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তের কথা জানান। এর মধ্য পেরিয়ে গেছে প্রায় ৪৮ ঘণ্টা। তবে এরই মধ্য আইজিপি, ডিএমপি প্রধান, র্যাবের প্রধান পদে নতুন মুখ এসেছে।
সূত্র: প্রথম আলো।
তারিখ: আগষ্ট ০৭, ২০২৪
রেটিং করুনঃ ,