যদি মনের কোণে জমে কথা
বেখেয়ালে, অনমনে
অনেক কথা যদি !
কতকাল বলে যাবো সেই সব কথা
নিজের সাথে, একান্তে!
তুমি যদি নাই জানো সেইসব কথা!
অনুমানে রেখো
এক একটি জমানো কথার
বড় ভয়ংকর রূপ
বিষাক্ত সাপের ফণা
কুন্ডলি পাকানো তপ্ত কণা
তপ্ত লাভার বিস্ফোরন মুখ
জমাট বাঁধা বরফের বুক।
কথার পিঠে কথায়
কথোপকখনে
অন্তর মন
কত যে শান্তির পতাকা উড়ে
সুখের পরশ জগৎ জুড়ে
অবিরাম কথা বলে বুঝে নিও শুধু একবার।
সৌন্দর্য ময়তায় কত আকুতি পৃথিবীতে বেঁচে থাকার।
তারিখঃ ডিসেম্বর ০৬, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,