পৃথিবীটা বড় অমিলের জায়গা কোন মানুষের সাথে কোন মানুষের হুবহু মিলে যায় না, যেমন আঙ্গুলের ছাপ, কোটি কোটি মানুষের আঙ্গুলের ছাপের মিল হয় না। মনের মিল হয়, আচার আচরণের মিল হয় তারপরও অমিল থাকে।
বিচিত্র এই পৃথিবীতে কোন মানুষের সাথে কোন মানুষের মিল হলেও তা মনে হয় দীর্ঘ-স্থায়ি হয় না। এইসব মানুষের নিয়ন্ত্রণের বাইরে।
ইরানী কবি ওমর খৈয়ামের রুবাইতের একটি লাইনের বাংলায় অর্থ দাঁড়ায় ” একটি কলম প্রতি নিয়ত লিখে যাচ্ছে – এর একটি লাইনের অর্ধেক লাইনও বাতিল করার ক্ষমতা মানুষের নেই।”
যিনি মিল হয়ে এসেছিলেন তিনি মিল রেখে গিয়েছেন কিন্তু এই পৃথিবীতে আর থাকেন নি, পরিছন্ন দুঃখ বোধের মধ্যে যে গভীরতা থাকে তা আর অন্য কোন অনুভূতিতে থাকে না।
জীবনকে গভীর ভাবে দেখতে চাইলে নানান জীবন রহস্য চলে আসে আপনা-আপনি, আর যাদের জীবন রহস্যে ভাবনা নেই তারা এক ধরণের সুখি।
তারিখ: মে ২৩, ২০২০
মন্তব্য থেকে
রেটিং করুনঃ ,