যত জ্ঞান নিত্য করি আহরণ থেকে যাবে বাকি
যত দেখি ফুরাবে না কেবল তোমার দুটি আঁখি
সকল জ্ঞান শূণ্য হয়ে থেকে যাবে অ-বুঝা অচেনা
যত ভক্তিতে শুদ্ধ ধারায় করি না কেন লেনা-দেনা।
সকল চেতনা যাবে বিফলে, পূর্ণ হয় কখনও তা কি !!
থেকে যাবে বাকি, আমার তুমি আঁখির আঁখি
হৃদয়ের কোন অতলে তবে তোমাকে রাখি ঢাকি !
নাই কিছু জানা সবেই অচেনা, সবেই অজানায়-
নিয়েছো ঠাঁই করে হৃদয় কোণে কোন বাসনায়!
তাই যে সকল অফুরানো তোমার জন্য দিয়েছি রাখি।।
পূর্ণতাতে যে সমাপ্তি আসে থেমে যায় আবেগ ধারা-
ক্ষুদ্র হয় সকলি যতই বৃহৎ বিশ্ব জগৎ গ্রহ নক্ষত্র তারা।
কেবলি আবেগে ভরা থাক বিশাল জগতময় আমার আঁখির আঁখি।।
তারিখঃ এপ্রিল ২৮, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,