একটি ভুলের মধ্য থেকে খুব সখ ছিল
সত্যকে বের করে আনা।
হোক তা ভালো লাগার, খামখেয়ালীপনার
চোখে চোখে রেখে, হাতে হাত চেপে রেখে
একটি সত্যকে বের করে আনা যায়
অনন্ত কালের যে যাত্রা পথ যা ফুরাবার নয়
চোখের নিমিষে পথের সমাপ্তি টানা যায়।
নিজের মধ্যে যে হাজারও ভুবন তোমার
সব ভুবনের মায়া ছেড়ে নিজেকে শূণ্য করে
কোন এক রাজ-মালিকানা ছেড়ে
কেউ কি পারে নিজেকে শূণ্য করে দিতে!
তুমিও পারবে না জানি।
মনের মধ্যে যে সত্যের আনাগোনা
তা আর বের করে আনা হলো না
তোমার মনে সন্মতি এলো না, অথচ
মন পরিবর্তনে ক্ষুদ্র সেকেন্ডও লাগে না ।
জগৎ জুড়ে যেখানে মন পরিবর্তনের খেলা সবচেয়ে বেশি।
মন বিলাসী আমার, আমাদের এই তুমুল যুদ্ধে
একা একা কখনও জয়ি হওয়া যায় না।
তোমাকে খুব প্রয়োজন ছিল
জয়ি হতে।
মনের মধ্যে যে সত্যের আনাগোনা
তা সত্য করে প্রতিষ্ঠিত করতে।
খুব প্রয়োজন ছিল তোমার নিশ্বাসের
বিশ্বাসের।
শরীরের তাপের, সু-গন্ধের
নিবিড় ষ্পর্ষের
টলটল চোখ যেখানে দীঘি হয়
মাথার চুল যেখানে অরণ্য হয়
ঠোঁটের কোণে হাসি যেখানে মায়াবী হয়
মাধুরী সব যেখানে জড়ো হয় তোমার মাঝে
এমন এক তোমাকে খুব প্রয়োজন ছিল
সব কিছু উজার করে দিয়ে উদার হয়ে
ছুটে আসতে পারো সত্য করে প্রতিষ্ঠিত করতে
অথবা সব কিছু নিজ স্বার্থে রেখে
মিথ্যায় সব ঢেকে রাখতে।
তুমি যে সব পারও তোমার ইচ্ছায়
তাই তো পৃথিবীর পরে এতো করুণা, দয়া, দান
উপহাস, কৌতুক, হিংসা, মিথ্যা আর অবিশ্বাস।
তোমার ইচ্ছার দোলে বিশ্বাস আর অবিশ্বাসের ভেলায়
সত্য মিথ্যা না বিচারে এনে কেটে যাক পৃথিবীতে যতকাল।
তবুও বেঁচে থাক অনন্ত-কাল, আমার যা সখ, যা আশা;
পূরণে ও অপূরণে-
কেবলি তোমাকে ঘিরে।।
তারিখঃ নভেম্বর ১৩, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,