পিছনে ফেলে এগিয়ে যাওয়া – পর্ব – ১
যা করতে ভয় পান তা প্রতিদিন করুন
একঘেয়ে জীবনকে রাঙাতে প্রতিদিন এমন একটি কাজ করুন, যা করতে আপনি ভয় পান। যেমন হয়তো জনসমক্ষে বা সবার সামনে কথা বলতে ভয় পান। প্রতিদিন নিজের কথার শক্তি প্রমাণের জন্য অনেকের সামনে কথা বলার চেষ্টা করুন। নিজের কোনো জড়তা কাটাতে প্রতিদিন একটু একটু করে চেষ্টা করুন। যে কাজ করতে ভয় পান, তা একটু একটু করার চেষ্টা করুন। দেখবেন জীবনে হুট করেই পরিবর্তন চলে এসেছে।
যা করতে ভালোবাসেন তা নিয়মিত করুন
আমরা কর্মক্ষেত্রে অনেক কাজ নিজের অনিচ্ছায় করে যা-ই অনেক দিন। নিজের ভালো লাগা কিংবা যে কাজটি ভালো পারি, তা করার সুযোগ পাই না। প্রত্যেক মানুষেরই সহজাত কোনো না কোনো প্রতিভা আছে। নিজের মধ্যের সেই আগ্রহের বিষয়টি খুঁজে বের করুন। হয়তো ভালো ছবি আঁকেন
কাজ ভাগ করে এগিয়ে চলার অভ্যাস করুন
আমরা কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হলে নিজেকে দোষারোপ করি। ব্যর্থতার অনেক রং থাকে। কাজ শুরুর পর ছোট ছোট লক্ষ্য ঠিক করে সামনে এগোতে থাকুন। ছোট ছোট অর্জনে বিশাল কাজে সাফল্য আসে। বড় কাজ অনেকগুলো ভাগে ভাগ করতে শিখুন।
সূত্র: কোরা ডাইজেস্ট, প্রথম আলো, অক্টোবর ২০১৮।
রেটিং করুনঃ ,