প্রায় প্রতিটি ও মানুষ নিজের কথা বলতে বড় ভালোবাসে, ভালো বক্তাদের শ্রোতাও আছে, এই ধারায় একটি সমস্যাও আছে ভালো শ্রোতা পাওয়া। অন্যকে নিজের কথা বলতে ভালো লাগার বড় একটি কারণ হল সে নিজেকে বেশি জানে বলে, কিন্তু সকল বক্তা কী নিজেকে সঠিক করে জানে ! নিজের মধ্যে নিজেকে জানার মধ্যে বড় ঘাটতি থাকে বলে অনেক সময় নিজেকে বিজ্ঞ মনে হয়। সঠিক বিজ্ঞ মানুষের সংখ্যা খুবই কম। আমাদের ষোল কোটি মানুষের দেশে প্রতি বছরে কত জন সঠিক বিজ্ঞ মানুষ যোগ হচ্ছেন তার সংখ্যা কি নির্ণয় করা যায় !! বেশী ভাগ মানুষই যদি নিজেকে বিজ্ঞ মনে করি তখন যে সংখ্যা দাড়িয় তা কখনই সঠিক হয় না। সঠিক ভাবে নিজেকে জানাটা বড় কঠিন কাজ, আমাদের সকলের কাছে নিজেকে সঠিক ভাবে জানা হয় না, দুই হাজার বছরের আগে সক্রেটিস “নিজেকে জানো” বলে বিখ্যাত কথাটি বলেছিলেন।
নিজের কথা বলে বলে নিজের কথা প্রতিষ্ঠা করা না গেলে দশের কাছে বা সমাজে নিজেকে প্রতিষ্ঠা করা যায় না। নিজেকে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই মানুষ নিজের কথা বলতে বড়ই ভালোবাসে বা বলে, আর নিজের কথা যদি বলা না যায় তবে নিজের প্রকাশ হবে কী ভাবে !! কে না চায় নিজেকে প্রকাশ করতে !!
নিজে অনেক জেনে. অনেক পড়াশুনা করে তা কেউ যদি নিজের মধ্যে রেখে দিয়ে থাকেন তবে তাকে একটি মূল্যবান বা মূল্যহীন পাথরের সাথে তুলনা করা যায়।
নিজেকে প্রকাশের বড় হাতিয়ার হচ্ছে লেখা। লেখার একটি ক্ষমতা অর্জন ও লেখার ক্ষমতা বৃদ্ধি করা। ব্লগে লিখার মধ্য দিয়ে আমাদের অনেকের লেখার যাত্রা শুরু, নিজের মত প্রকাশের যাত্রা শুরু। ভালো অর্থের ভালো মানের চিন্তা চেতনার মাত্রা বাড়িয়ে দিয়ে নিজেকে প্রকৃত ভাবে প্রকাশ করি শুধু নিজের কথা বার বার না বলে। লেখাই এক সময় বলে দিবে নিজে কতটুকু সঠিক জেনেছি, নিজে কতটুকু সঠিক হতে পেরেছি। রাজারা বা সরকারে থাকার সময় সব কাজকেই সঠিক মনে হয় কিস্তু রাজার বা সরকারের পরিবর্তনের পরে তাদের আগের কাজগুলি কতটুকু সঠিক ছিল বা ছিল না জনগনই তা বুঝে নিতে পারে বেশ। তাই বেশি ভাগ সময় নিজের বুঝাটা সঠিক হয় না। নিজের কাছে এক সময় স্পষ্ট হয়ে যাবে এক বা দুই বছর আগের নিজের একটি লেখা কতটুকু সঠিক ছিল বা ছিল না, পাঠক এক সময় বলে দিবে লেখার মান নিয়ে, বিজ্ঞাপন দিয়ে বা ঢোল ঢাক বাজিয়ে পাঠক তৈরী করা যায় না। পাঠক ছাড়া যিনি লেখক তিনি কোন লেখক নন। নিজের কথা বলতে আমরা যেমন ভালোবাসি সেই কথাগুলির প্রকাশ হোক লেখার মধ্য দিয়ে, পাঠকের পড়ার মধ্য দিয়ে, পাঠক ভক্তের সমারহের মধ্য দিয়ে।
নোটঃ প্রায় প্রতি দিনের লেখাগুলি আমার প্রায় একই রকমের, নিজেরই একঘেয়েমিতাপূর্ণ লাগে ! বৈচিত্র পূর্ণ লেখা আসে না মাথায়, তবুও লিখি।
তারিখঃ ২২ অক্টোবর ২০১৫
রেটিং করুনঃ ,