রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলো একটি সম্মেলনে বসবে আজ মঙ্গলবার। এই সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ‘প্রকৃত’ হুমকি দিয়ে সতর্ক করেছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়।
রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নানাভাবে সহযোগিতা দিয়ে আসছে। রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ইউক্রেনে দফায় দফায় অস্ত্র পাঠাচ্ছে। কিন্তু সংঘাত আরও বাড়বে এমন আশঙ্কা থেকে পারমাণবিক শক্তিধর রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না পশ্চিমা দেশগুলো।
রুশ বার্তা সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ‘তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুতর ঝুঁকির’ ব্যাপারে সতর্ক করার সঙ্গে সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য কিয়েভের সমালোচনা করেন। লাভরভ বলেন, ‘প্রকৃতপক্ষে এ ঝুঁকি আছে, আপনি একে ছোট করে দেখতে পারেন না।’
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের অর্থ ন্যাটো জোট এক অর্থে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছে। গত সোমবার লাভরভ এক সাক্ষাৎকারে বলেন, ‘যুদ্ধ অর্থ যুদ্ধই। পশ্চিমা সামরিক জোট ন্যাটো রাশিয়ার সঙ্গে এক অর্থে যুদ্ধে লিপ্ত। তারা ছায়াযুদ্ধ করে যাচ্ছে এবং অস্ত্র জুগিয়ে যাচ্ছে।’
সের্গেই লাভরভ আরও বলেন, ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকিও রয়েছে যথেষ্ট। তবে মস্কো কৃত্রিমভাবে সৃষ্ট এ ধরনের সংঘাতের ঝুঁকি এড়াতে চায়। আমি কৃত্রিমভাবে সে ঝুঁকি বাড়াতে চাই না। তবে অনেকেই তা চাইবেন।’ পারমাণবিক সংঘাতের ঝুঁকি নিয়ে তিনি বলেন, ‘বিপদটি গুরুতর, বাস্তব এবং আমাদের এটিকে অবমূল্যায়ন করা উচিত নয়।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কামান, যুদ্ধবিমানসহ ভারী অস্ত্রের জন্য পশ্চিমা দেশগুলোর কাছে আবেদন জানিয়ে আসছেন। আরও অস্ত্র পেলে তাঁর সেনারা যুদ্ধের গতি বদলে দিতে পারবেন বলে যুক্তি দিচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ব্যাপারে আলোচনার জন্য আজ যুক্তরাষ্ট্রের উদ্যোগে পশ্চিমা ৪০টি দেশ জার্মানিতে বৈঠকে মিলিত হচ্ছে।
সূত্র: প্রথম আলো।
তারিখ: এপ্রিল ২৬, ২০২২
রেটিং করুনঃ ,