তারিখ: মে ১৭, ২০২২
অবশেষে বিদায় নেওয়া, চির বিদায় রাত ১০টা বেজে ৫ মিনিট রংপুরে প্রিয় শহরে যেখানে কেটেছিল জীবনের শেষ কর্মজীবনের ও অবসরের দিনগুলি। পরিবারের বড় অভিভাবক ছিলেন। অথচ কয়েক ঘন্টা আগেও তিনি ছিলেন সৈয়দপুরে যেখান থেকে শুরু হয়েছিল তার দূর্ভাগ্যের জীবন, তা প্রায় ২০ দিন। জীবনের শেষ দিনগুলি শুধু মাত্র কিছু সৌভাগ্যবান ছাড়া খুব কষ্টের অসহায়ের ও যন্ত্রণার মাঝে সময় কাটে।
অনেক দ্বিধা দ্বন্দ্ব সমাপ্ত করে রওয়া দিলাম মে ১৮ তারিখে সৈয়দপুরে নিজে ছিলাম চরম হতাশ, চরম ব্যর্থময় জীবনের এক স্বাক্ষী। রাতে আবারও ঢাকায় ফিরে আসা।
সামগ্রিকভাবে দূর্দশাগ্রস্থ্য জীবনের সূচনা হঠাৎ করেই যেখান থেকে উন্নতির কোন পথ খোলা নেই, সেটি স্বাভাবিক জীবন, স্বচ্ছ্বল জীবন সাথে সুস্থ্য জীবন।
শেষ সময়টা দেশে কাটানোর যে পরিকল্পনা ছিল সে আশারও সমাপ্তি ঘরগুলি শুধু ভেঙ্গে যাওয়ার অপেক্ষায় বসবাসের অযোগ্য। নতুন করে গড়ে তোলাটা প্রায় সাধ্যের বাইরে। কোথায় থাকবে পরিবার তা আর মাথায় কাজ করে না।
তারিখ: মে ১৭, ২০২২
রেটিং করুনঃ ,